
রাগে নাকি ফুল গুলো ঝরে যায়-
কলি হয় চুরি সন্ধ্যা দুপুর কিংবা
ঘোর স্বপ্ন মায়ায়; অথচ রাগ নদী
হয় না কখনো শুধু রক্তাক্ত মাঠ!
রাগের বাহুতলে হিংসার জন্মদিবস
অথচ শুভেচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি
হাতের ছুঁয়ায় রঙিন হয় না বরং রাগেই
থেকে গেলো আমজনতার মুখ মিষ্টি;
হাসি, কান্নার রোল- ভাসমান চিরস্থায়ী
বাতিঘরে না দেখা চাঁদ উকি মারা রাগ।
১৭ আশ্বিন ১৪২৮, ০২ অক্টোবর ২১
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
মারাত্বক ভাবনার প্রকাশ বাউল দা।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
সুন্দর করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
উর্বশী
এখানেও প্রতিটি লাইনে জীবনের গল্পের প্রতিচ্ছবি উল্লেখ করা যায়। আর জীবনের সাথে প্রকৃতি যেমন ওতোপ্রোতো ভাবে থাকে,তেমনি রাগের বিপরীতে হিংসার উপস্থাপনা টি সুন্দর।ভাল লেগেছে বেশ। অজস্র ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি উর্বশী দিদি
সুন্দর বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
রোকসানা খন্দকার রুকু
শুভ কামনা অশেষ।।
আলমগীর সরকার লিটন
জি কবি রুকু আপু অশেষ ধন্যবাদ জনাই
ভাল ও সুস্থ থাকবেন——-
হালিমা আক্তার
চমৎকার ভাবনার প্রকাশ। রাগী মানুষের মন ভালো হয়। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু
পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
রাগ হিংসার জন্ম দেয় বলে রাগ থেকে দূরে থাকা উচিৎ। চমৎকার লেখা।