রাগ

আলমগীর সরকার লিটন ২ অক্টোবর ২০২১, শনিবার, ০২:২৭:৪৬অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

রাগে নাকি ফুল গুলো ঝরে যায়-
কলি হয় চুরি সন্ধ্যা দুপুর কিংবা
ঘোর স্বপ্ন মায়ায়; অথচ রাগ নদী
হয় না কখনো শুধু রক্তাক্ত মাঠ!
রাগের বাহুতলে হিংসার জন্মদিবস
অথচ শুভেচ্ছা লক্ষ লক্ষ কোটি কোটি
হাতের ছুঁয়ায় রঙিন হয় না বরং রাগেই
থেকে গেলো আমজনতার মুখ মিষ্টি;
হাসি, কান্নার রোল- ভাসমান চিরস্থায়ী
বাতিঘরে না দেখা চাঁদ উকি মারা রাগ।

১৭ আশ্বিন ১৪২৮, ০২ অক্টোবর ২১

৮১৪জন ৬৫৯জন

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ