- রাখাল ছেলে খেলার ছলে
- চড়াই গরু দলে দলে
- মাঠে গরু
- পথটা সরু
- স্রোতস্বিনী ছুটে চলে।
বনের ধারে ঝোপে থাকা
বাঘ শয়তানের দৃষ্টি বাঁকা
খেতে স্বাদে
নইলে কাঁদে
বহু দিন ভাই পেটটা ফাঁকা।
হঠাৎ রাখাল দেখতে পেলো
একটি গরু বাঘে খেলো
ধবল রঙের
কান্নার ঢঙের
এক দৌড়ে সে বাড়ি গেলো।
লাঠি হাতে ক্ষিপ্ত মনে
রাখাল ছেলে বাড়ির সনে
কান্না করে
মাকে ধরে
বাঘে খেলো গরু ক্ষণে।
৯৯১জন
৯২৬জন
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
কবিতার প্রথমেই ৪+৪+৪+৪ এভাবে লিখে দেয়া কবিতার সৌন্দর্য নষ্ট করে। এখানে যারা কবিতা পড়েন, তারা অবশ্যই বুঝতে পারেন আপনি কোন ভাবে লিখছেন।
শুভ কামনা, শুভ ব্লগিং।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
আরজু মুক্তা
সেই কাহিনী মনে পরলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
সুরাইয়া পারভীন
রাখাল আর বাঘের গল্পটা মনে পড়লো
ভালো লিখেছেন
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
হালিমা আক্তার
রাখাল বালকের আর বাঘের সেই গল্পটা কবিতা আকারে ভালো লাগলো। শুভ কামনা অবিরাম।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।।।
নিতাই বাবু
এই ৪/৫ এর মর্মার্থ আমিও বুঝি না। তাই আপনার আরেকটা কবিতা পড়ে আমি জানতে চেয়েছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি। শুভকামনা থাকলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কবিতা লেখার মাত্রা বিন্যাস।।।।
শুভকামনা রইল