
এই হাট বাজারের গরমে
কেমন বুঝি হিম ঠাণ্ডা রমজান!
তবু জানি মোয়াজ্জিমের
আযান, ইফতারে দূর হয় ক্লান্তি;
অবসাদ এতটুুকু সংযম
বোধচিন্তা নেই মৃত্যুর নেক আমল-
সোয়াবের মাসে অসাধু ব্যবসা
তবু রমজানের শেষে ঈদ আসে!
হেসে যাই- মাঠে ময়দান-
এই সব বিদ্বেষ মানে না রমজান।
২০চৈত্র ১৪২৮, ০৩ এপ্রিল ২২
৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ইবাদতের মাসে ইবাদত করার তৌফিক দিক মহান রাব্বুল আলা মিন। সেই কামনা সর্বদা করি আল্লাহ্র দরবারে।
আলমগীর সরকার লিটন
জি কবি মজিবর দা
ভাল ও সুস্থ থাকবেন
মোঃ মজিবর রহমান
ইবাদতে মনপ্রাণ করি নিবেদন,
মহান আল্লাহ নাজাত দিবে ইনশা আল্লাহ।
হালিমা আক্তার
অসহনীয় গরম। অসাধু ব্যবসা। এরপর ও আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন।
আলমগীর সরকার লিটন
জি কবি হালিমা আপু ধন্যবাদ ভাল ও সুস্থ থাকবেন