রক্ত চাপ

আলমগীর সরকার লিটন ১৩ মার্চ ২০২২, রবিবার, ১১:৪০:২৯পূর্বাহ্ন কবিতা ৪ মন্তব্য

কবিতার চোখে ঘুম দেখছি না
কেনো ঘুম পাচ্ছে না- বলাই বাহুল্য;
এই ভাবনার অথৈ গড়াচ্ছে জল
রক্ত কোষ হাবুডুবু খাচ্ছে! মৃদু কম্পন
কারণ ছাড়াই- কবিতা খুব অভিমানের
চন্দ্র কাঠ -কখন জ্বলে উঠে- বুঝাই যাচ্ছে না
অথচ নিয়ন্ত্রণে উচ্চ রক্তচাপ কথায় শুনছে না-
তবু কবিতা পাড়ায় আতঙ্ক নয়; এক বিশ্বাস
একদিন ঘুম আসবে, রক্তচাপ কমে যাবে, তারপর
কারেন্টের থুম্বার মতো দাঁড়াবে কবিতার পৃথিবী!

২৮ ফাল্গুন ১৪২৮ ১৩ মার্চ ২২

৪৭৯জন ৪১৫জন

৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ