
আজ শুধু আকাশ কাঁদছে-
বাতাস মৃদু শীতলতা বয়ছে!
একমুঠো কবির স্বাদ যেনো
সবুজ সমরায় শোকাহত- আর্তনাদ;
তারার পানে খোঁজেও পাব না আর
কবির কিছু কবিতার হাসি;
মনিল করে রাখল সমস্ত কবিতার আত্মা
কবি তুমি কখনো প্রভাতের সূর্য হতে
পার! আমি কিছুটা তাপ নিবো-
আমার কবিতার কিছুটা সুঘ্রাণ বইবে!
কবি! স্মৃতির বাাতায়নগুলো ভীষণ কষ্টদায়ক-
অথচ জানা হলো না অনুরাগীর রাগ-
তবুও কোন একসময় আবার আড্ডা হবে-
সমাচালোনার মুখর বয়ে যাবে-
কিছু কবিতার ফসল হেসে উঠবে-
শেষ অনুরোধ কবি, যেখানে থাক ভাল থাক কবি।
০৮কার্তিক ১৪২৬, ২৪ অক্টোবর ২০
————————————–
২৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
কবির প্রতি কবিতায় শ্রদ্ধাঞ্জলী ভালই লাগলো
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা অশেষ ধন্যবাদ জানাই
আরজু মুক্তা
কে ইনি?
শুভকামনা
আলমগীর সরকার লিটন
প্রয়াত এক জন কবি মারা গেছেন
মোঃ মজিবর রহমান
নাম বলুন লিটন ভাই। ছবিতে মন হচ্ছে রুদ্র মুহাম্মদ শহিদুল্লা। কিন্তু পুরপুরি ঠিক কিনা বুঝতে পারিনা।
আলমগীর সরকার লিটন
প্রয়াত কবি গীতিকার সুরকার শিল্পী শহিদ খাঁন বাড়ি সাতক্ষীরা বর্তমান অব্স্থান যশোর
বাংলা কবিতা তে লেখতো
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করুন। আমীন।
ফয়জুল মহী
ভালোবাসা আর অভিমান সিক্ত অনুরণন ধ্বনি😥😥
সুনির্মল উপস্থাপন💙
আলমগীর সরকার লিটন
জ্বি কবি মহী দা অশেষ ধন্যবাদ জানাই
সুরাইয়া পারভীন
যে যেখানেই থাকুক ভালো থাকুক
অনেক অনেক শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ কবি পারভীন আপু
খাদিজাতুল কুবরা
ভালো থাকুক প্রিয় কবি!
ভালো থাকুন আপনি ও লিটন দা
আলমগীর সরকার লিটন
জ্বি কবি কুবরা আপু
অশেষ ধন্যবাদ জানাই
রোকসানা খন্দকার রুকু
সমাচালোনার মুখর বয়ে যাবে-
কিছু কবিতার ফসল হেসে উঠবে-
শেষ অনুরোধ কবি, যেখানে থাক ভাল থাক কবি।***
ভালো থাকুক কবি। আপনিও ভালো থাকবেন॥
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন————–
মোঃ মজিবর রহমান
কবির প্রতি শ্রদ্ধা রইল।
আলমগীর সরকার লিটন
জ্বি মজিবর দা
প্রয়াত কবি গীতিকার, সুরকার, শিল্পী শহিদ খাঁন
জন্মস্থান- সাতক্ষীরা -বর্তমান অব্স্থান যশোর—–
বাংলা কবিতা
কবি কবিতা ওয়েবসাইট তে লেখতেন
মোঃ মজিবর রহমান
তাঁর বিদেহী আত্বার শান্তি কামনা করি।
সাবিনা ইয়াসমিন
শ্রদ্ধা তার বিদেহী আত্মার প্রতি। ভালো থাকুন তিনি ওপাড়ে।
লেখা শেষে কবির নামোল্লেখ করা প্রয়োজন ছিলো লিটন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি আপু প্রয়াত কবি গীতিকার, সুরকার, শিল্পী শহিদ খাঁন
জন্মস্থান- সাতক্ষীরা -বর্তমান অব্স্থান যশোর—–
বাংলা কবিতা
কবি কবিতা ওয়েবসাইট তে লেখতেন
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ। কবির আত্মার মাগফেরাত কামনা করি। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ কামনা 🌹🌹
শামীম চৌধুরী
সব কবিরাই ভালো থাকুক। আপনিও ভালো থাকুন প্রিয় কবি দা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন————–
শান্ত চৌধুরী
নান্দনিক কাব্য
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন————–