
যদি কখনো হয় দেখা , নবীণার সাথে
তারা ভরা আকাশে, জোছনা রাতে
ঝিঁঝি পোকার আসরে
হাসনা কামীনীর বাসরে
হয় দেখা কভু
আমি শুধাবো তবুও
দীর্ঘ কালের আকুতি
প্রণয় পুর্ণ অভিব্যক্তি
পুষে রাখা নবীণার প্রতি
স্বপ্ন গাঁথা গল্প মালা
প্রতিক্ষার প্রহরে না পাওয়ার জ্বালা
বিরহী প্রাণ এক
নবীণার সান্নিধ্যে চির ভাবাবেগ ।।
যদি কখনো হয় দেখা , নবীণার সাথে
কিছুটা পথ হেঁটে যাবো ধরে তার হাতে
কিছুটা সময় মুখোমুখি, পাশাপাশি
কখনো মান অভিমান, নির্মল হাসাহাসি
কিছুটা সময় বিনিময়
দৃষ্টির আড়া আড়ি
সুপ্ত প্রেমের কিছুটা
আপন ভোলা বাড়াবাড়ি
এরই মাঝে কিছুটা সময়
স্বপ্নের ভাগাভাগি
পাওয়া না পাওয়ার কত
হিসাবের রাগারাগি
তারপর আপরাহ্ন বেলা
নবীণা আর আমার পথ চলা ।
~~~~~~~~~~~~~~~~
১০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
সুন্দর প্রেমময় কাব্য!
নবীনার জন্য প্রতীক্ষা ভালো লাগলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
অনেক শুভ কামনা
ফয়জুল মহী
সুন্দর অনুরাগের অভিব্যক্ত কবির কলমে।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
রোকসানা খন্দকার রুকু
নবীনারা কেন যে বোঝেনা। অপেক্ষা চলতে থাকুক।
শুভ কামনা ভাই।🌹🌹
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ প্রেমের কবিতা
পড়ে মুগ্ধ হলাম
শুভকামনা রইল সদা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
আরজু মুক্তা
মুগ্ধতা রেখে গেলাম
কামরুল ইসলাম
ধন্যবাদ জানালাম