যদি কখনো হয় দেখা

কামরুল ইসলাম ৩ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৯:০০অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

যদি কখনো হয় দেখা , নবীণার সাথে
তারা ভরা আকাশে, জোছনা রাতে
ঝিঁঝি পোকার আসরে
হাসনা কামীনীর বাসরে
হয় দেখা কভু
আমি শুধাবো তবুও
দীর্ঘ কালের আকুতি
প্রণয় পুর্ণ অভিব্যক্তি
পুষে রাখা নবীণার প্রতি
স্বপ্ন গাঁথা গল্প মালা
প্রতিক্ষার প্রহরে না পাওয়ার জ্বালা
বিরহী প্রাণ এক
নবীণার সান্নিধ্যে চির ভাবাবেগ ।।
যদি কখনো হয় দেখা , নবীণার সাথে
কিছুটা পথ হেঁটে যাবো ধরে তার হাতে
কিছুটা সময় মুখোমুখি, পাশাপাশি
কখনো মান অভিমান, নির্মল হাসাহাসি
কিছুটা সময় বিনিময়
দৃষ্টির আড়া আড়ি
সুপ্ত প্রেমের কিছুটা
আপন ভোলা বাড়াবাড়ি
এরই মাঝে কিছুটা সময়
স্বপ্নের ভাগাভাগি
পাওয়া না পাওয়ার কত
হিসাবের রাগারাগি
তারপর আপরাহ্ন বেলা
নবীণা আর আমার পথ চলা ।
~~~~~~~~~~~~~~~~

৪৮২জন ৩৮৯জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ