
ভেবেছ কি?
তোমাকে আমি মনে রেখেছি ?
এই শহরে কাউকে মনে রাখার কোন কারণ নেই ,
কেউ আসবে কেউ যাবে এটাই শহরের নিয়তি ,
ভেবেছ কি?
এত সহজেই ভালোবাসা পেয়ে যাবে ?
ভালোবাসা কি যদি জানতে তবে এভাবে উঁচু পাহাড় হতে পারতে না !
কত পথ পাড়ি দিলাম ,
কত সমুদ্রের উপর দিয়ে পাহাড় বয়ে গেলাম,
যদি তুমি জানতে ‘
তবে এভাবে উঁচু পাহাড় হতে পারতে না !
ভেবেছ কি?
নীল আকাশ হতে পারবে ?
পথের শেষে পথ ফেলে পাহাড় হয়ে যাবে ?
আমি দিবস ফেলে বৃষ্টি হই ,
নীল আকাশ কে মেঘলা করি ,
পুরো পৃথিবীকে আমার জলে ডোবাতে পারি ।
বৃষ্টির জলে ভিজাতে পারি তোমাকেও
” যদি আমি আকাশ হতে পারি ।
৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ প্রেমময় কবি দা!
অনেক শুভেচ্ছা রইল——-
মোঃ মজিবর রহমান
প্রেমা কাব্য ।
হালিমা আক্তার
ভাবা ভাবির কিছু নাই। আমি তবু পাহাড় হতে চাই। আকাশের মেঘ ছুঁয়ে দিলে, বৃষ্টি হয়ে যাবো। শুভ কামনা রইলো।