
ঐ যে যাচ্ছে মেয়েটা!
খোলা চুল, আছড়ায়নি অনেকদিন!
এলোমেলো জামা, ময়লাটে খুব!
কালো গায়ের রঙ, অগোছালো।
কখনো কেউ এসে তার হাতে গোলাপ দেয়নি,
খোপায় যত্ন করে কেউ কখনো বেলিফুলের মালা বাঁধেনি।
কেউ কখনো তাকে ভালোবাসার কথা শোনায় নি,
মান ভাঙানো স্পর্শে কেউ ছুঁয়ে দেয়নি আদৌ কোনোদিন।
সে মেয়েটিও খুব গোপনে চায়, এমন কেউ আসুক
ভালোবাসার মায়ায় ইচ্ছেমত বাঁধুক।
তাকে নিয়ে দু’একটা কবিতা না লিখলেও ক্ষতি নেই,
কেবল তাকে নিয়ে অন্তত বাঁচুক।
[ছবি সোনেলা থেকে নেয়া]
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সে যে-ই হোক , যত কুৎসিত হোক তার ও একটা মন আছে আর সেই মনে চাওয়া পাওয়া থাকবেই। ভালোবাসা সবাই পেতে চায়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
সব মানুষের ই আছে ভালোবাসা পাবার অধিকার।
কবিতায় ভালো লাগা।
শুভ নববর্ষ
সুপায়ন বড়ুয়া
“সে মেয়েটিও খুব গোপনে চায়, এমন কেউ আসুক
ভালোবাসার মায়ায় ইচ্ছেমত বাঁধুক।”
তাই তো বলি সবাই ভালবাসা চায়।
ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
প্রত্যেকটা মানুষের মনে
এমন একটা সুপ্ত বাসনা থাকে
সবার ই একজন প্রিয়জন থাকুক
ভালোবেসে বুকের মধ্যে আগলে রাখুক
চমৎকার লিখেছেন। নববর্ষের শুভেচ্ছা জানবেন
ফয়জুল মহী
বেশ মন ছুঁয়ে গেল লেখা। ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
সঞ্জয় মালাকার
সে মেয়েটিও খুব গোপনে চায়, এমন কেউ আসুক
ভালোবাসার মায়ায় ইচ্ছেমত বাঁধুক।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
সে মেয়েটিও খুব গোপনে চায়, এমন কেউ আসুক
ভালোবাসার মায়ায় ইচ্ছেমত বাঁধুক।
———সত্যবচন।
কামাল উদ্দিন
কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা