মেয়েটা

রুদ্রাক্ষ অহম ১৫ এপ্রিল ২০২০, বুধবার, ০৮:৪৪:৫৬পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

ঐ যে যাচ্ছে মেয়েটা!
খোলা চুল, আছড়ায়নি অনেকদিন!
এলোমেলো জামা, ময়লাটে খুব!
কালো গায়ের রঙ, অগোছালো।

কখনো কেউ এসে তার হাতে গোলাপ দেয়নি,
খোপায় যত্ন করে কেউ কখনো বেলিফুলের মালা বাঁধেনি।
কেউ কখনো তাকে ভালোবাসার কথা শোনায় নি,
মান ভাঙানো স্পর্শে কেউ ছুঁয়ে দেয়নি আদৌ কোনোদিন।

সে মেয়েটিও খুব গোপনে চায়, এমন কেউ আসুক
ভালোবাসার মায়ায় ইচ্ছেমত বাঁধুক।
তাকে নিয়ে দু’একটা কবিতা না লিখলেও ক্ষতি নেই,
কেবল তাকে নিয়ে অন্তত বাঁচুক।

[ছবি সোনেলা থেকে নেয়া]

১৩৬৫জন ১২৫৪জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ