মেয়াদোত্তীর্ণ শোক

নাজমুল হুদা ৩১ জুলাই ২০১৯, বুধবার, ০৩:০৯:৪৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

সুন্দর লাগে যেন আকাশপুরীর নীলিমা
চশমার ফ্রেম যোগ করে আরো অনন্যা
এগিয়ে- তুমিময় সীমান্তে সৌন্দর্য চর্চার উল্লাস।

ন্যাকামোর কর্ণধার আগাম বার্তা শোনায়
চশমার প্রেরক অত্যাধুনিক পণ্য পাঠায়
দিনশেষে- সব বৃক্ষের গোড়ায় উর্বরতার ঘাটতি।

যৌথ বাসনাতে শক্তি হয় আমদানি রপ্তানি;

দেহ ঝুলবে- অতীত হয়ে দোষারোপের স্মৃতিতে
বিচার হবে- কিসের অরক্ষিত দুগ্ধবতী রাষ্ট্রে?
হারিয়ে- আবার কারা গরম গরম ভুল করে?

শোকের কঙ্কাল এখন
কাতর চোখে ঘুমায়; যার তাঁর হিমঘরে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

১০২০জন ৯৩৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ