- হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙালি তুমি
মুজিব তোমার নাম,
এই ধরাতে তোমার সমতুল
নেই তো কারো দাম।
বাঙালির সুখে হাসতে তুমি
কাঁদতে বাঙালির দুখে,
নিজের স্বার্থ তুচ্ছ করে তুমি
দাঁড়াতে মৃত্যুর মুখে ।
লোভ লালসা দেখিয়ে তোমায়
কিনতে পারেনি কেউ,
তার জন্য তোমার জীবনে আসতো
পাক শাসকদের ঢেউ।
মিথ্যা মামলায় অভিযুক্ত করে তোমায় ওরা
রুখতে চেয়েছিল যে কত,
তোমার ডাকে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাকে বাঁচাতে
বাঙালি যে শত-শত ।
তোমার অসামান্য নেতৃত্বের জন্য বাঙালি
ফিরে পেয়েছে আপন মাতৃভূমি,
তার জন্যই তো তুমি ও হে মুজিব
বাঙালি জাতির জনক তুমি ।
হে মুজিব যদি জন্ম তোমার না হতো
এই বাঙালির বাংলায়,
তাহলে বাঙালিকে থাকতে হতো
আঁধার অমাবস্যায়।
তোমার অবদান কভু ভুলবার নয়
এনে দিয়েছে বাংলার স্বাধীনতা,
তুমি ছিলে বলে বাঙালি পেয়েছে
তাদের নিজস্ব স্বকীয়তা।
৫১৩জন
৪২৭জন
৪টি মন্তব্য
পপি তালুকদার
দারুণ। সত্যি ই তিনি বাঙালির গৌরব ও অহংকার। তাঁর অসামান্য নেতৃত্বের জন্য আজ আমাদের স্বাধীন ভূখণ্ড।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত।
আরজু মুক্তা
বিনম্র শ্রদ্ধা তাঁর জন্য।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল সতত