বল না, মা, বল আর কত দিন,
আমরা সহ্য করব পাকিস্তানীদের,
শাসন নামক পাশবিক পৈশাচিক নির্যাতন ।
বল না,মা বল –
আর কত দিন আমাদের বাক স্বাধীনতা হরিত থাকবে,
আমরা কি কোনো কাজে কোনোদিন মতামত দিতে পারি না।
বল মা, বল –
এভাবে কি জীবন চলতে পারে,
পারে না মা, পারে না,
জীবন তো এভাবে চলতে পারে না।
মাগো, জীবন মানে স্বাধীনতা
স্বাধীনতা মানেই তো মা জীবন,
জীবন তো কখনো বর্বরতা মেনে নেয় না।
মাগো,আমাদের দেশে এসে,
ওরা কেন আমাদের অস্তিত্ব বিলীন করতে চাই।
মাগো,ওরা তো ভিনদেশী
কেন ওরা আমাদের সংস্কৃতি ধ্বংস করতে চাই,
কেন ওরা ওদের নিজস্ব সংস্কৃতি,
আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চাই,
কেন, মাগো কেন?
কেন,মাগো ওরা এমন করে আমাদের তরে ,
ওরে খোকা শোন,
শুধু বাংলায় স্বাধীনতা নেই বলে
সমগ্র বাংলা গ্রাস করেছে পাকিস্তানীরা,
তাহলে মাগো আমরা এ অবস্থা থেকে মুক্তি চাই ,
মুক্তি ।
৪টি মন্তব্য
আরজু মুক্তা
সেই স্বাধীনতা আর মুক্তি এখনও মানুষ খুঁজে বেড়ায়।
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য
শুভকামনা রইল
রোকসানা খন্দকার রুকু
স্বাধীনতা আমরা আজও পাইনি।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক