অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখানোর স্বপ্নে বিভোর প্রতিটি মা-ই জানেন যে, জন্মদানের মুহূর্তে তার নিজের জীবন প্রদীপটুকু নিভে যাবার সম্ভাবনাও শতভাগ। তবুও কি তার স্বপ্ন দেখা থেমে থাকে ! সন্তানের মুখখানা দেখে মৃত্যুকে আলিঙ্গন করার মাঝেও যেন সুখ ! …অতঃপর জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত মায়েদের ত্যাগের কথা আর না-ই বলি…
নীরবে, নিঃশব্দে, নিভৃতে একজন বাবা দিনের অধিকাংশ সময় ব্যয় করেন আয়ের পিছনে ছুটে। সন্তানের মুখে ভালটা তুলে দিবে বলে… পছন্দের জামাটা কিনে দিবে বলে… কিংবা লেখাপড়ার সীমাহীন খরচ মেটাবে বলে… । নিজের সুখটুকু বিসর্জন দিয়ে, নানান কায়দায় অর্থ সাশ্রয় করে সন্তানের জন্যে সুখ কেনেন বাবা’রা ।
বিলিভ ইট অর নট__ এটাই শাশ্বত সত্য, ” সন্তানের প্রতি বাবা-মা’র ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা” ।
তাদের এই ভালোবাসার গভীরতা বুঝি ক’জন ?
বৃদ্ধ বয়সে তাদের নিঃসীম শূন্যতার কথা ভাবি ক’জন ?
প্রতিটি সন্তানের বুকের গভীরে থাকুক তাদের বাবা-মায়ের জন্যে অন্তহীন ভালোবাসা …
২৬টি মন্তব্য
কৃষ্ণমানব
লেখাটি পড়ে বেশ ভালোই লাগলো ।
তবে জানেন কি ,
বাবা ফেলে চলে গেলে ও
মা কখনো ছেড়ে যায় না ।
কারণ তো জানেন,
দশমাস গর্ভে ধারন করে
তিলে তিলে গড়ে তোলে !
সন্তান জন্মদেওয়া কত কঠিন সেটা শুধু মা জাতি জানে !
পৃথিবীর বেশীরভাগ মাই সেরা মা হয় ।
কিন্তু বেশীর ভাগ বাবা
সেরা বাবা হতে পারে না ।
রিমি রুম্মান
একেবারে বেঠিক বলেননি…
মরুভূমির জলদস্যু
খাটি কথা।
রিমি রুম্মান
বাবা-মা’র জন্যে সব সন্তানের বুকের গভীরে থাকুক অন্তহীন ভালোবাসা…
জিসান শা ইকরাম
গতকাল চ্যানেল আইতে দেখলাম ঢাকার বৃদ্ধাশ্রমে কয়েকজন মা বাবার কান্না।
ঈদের দিন পর্যন্ত সন্তানরা মা বাবার খবর নেননি।
খুব খারাপ লেগেছে দেখে।
ভালো লিখেছেন ।
মা বাবার কথা লিখুন বেশী বেশী ।
রিমি রুম্মান
আমরাও একদিন বৃদ্ধ হবো …
যেমন দিবো তেমনই ফিরে পাবো …
নুসরাত মৌরিন
পৃথিবীতে মানুষকে দেয়া বিধাতার সবচেয়ে বড় আশীর্বাদ হলেন মা -বাবা। যেসব সন্তানরা তা বুঝে না তাদের কে ধিক শত ধিক।
রিমি রুম্মান
হারিয়ে বুঝে সবাই… ওদের শুভ বুদ্ধির উদয় হোক।
মিজভী বাপ্পা
মা বাবা যে কোন সন্তানের জন্য আর্শীবাদস্বরূপ। এই পৃথিবীতে মা বাবার মত আপন আর কেউ নেই।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। ভাল থাকবেন।
লীলাবতী
মা বাবার প্রতি অন্তহীন ভালোবাসা। ভালোবাসি মা বাবা তোমাদের। অনেক ভালো লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে।
রিমি রুম্মান
সকল বাবা-মা এর প্রতি শ্রদ্ধা …
খসড়া
বাবা মার ভালবাসা নিঃস্বার্থ এতে কোন দ্বিমত নেই। আবার বাবা মার ভালবাসা এমন যে তারা চায় তার সবগুলি সন্তান একই রকম থাক। যেমন তারা রেখেছে। কিন্তু সন্তান বড় হয়ে গেলে তাদের ব্যাক্তিত্ব তাদের দক্ষতা,যোগ্যতা একেক রকম হয় ।তখন কেউ উপরে কেউ নিচে থাকে একে অপরের। সেটা বাবা মাকে কষ্টদেয় তাই সাম্যতার চেষ্টা করে যা সন্তান চায় না তাই তৈরী হয় বিরোধ, তৈরী হয় মতভেদের। এতে আরও চরম কষ্ট পায় বাবা মা।
রিমি রুম্মান
তবে যে সন্তান সমস্যায় জর্জরিত তাকে সহায়তায় পরিবারের অন্য সদস্যদেরও এগিয়ে আসা উচিত।
খেয়ালী মেয়ে
গত ১টা মাস আমি খুব ভালভাবে উপলব্ধি করেছি আব্বু/আম্মু কাছে না থাকলে জীবন আসলে কি?…….মানুষ তার বাবা/মাকে ছাড়া কিভাবে ভাল থাকতে পারে এই ১টা প্রশ্নের উত্তর জানার জন্য আমার মনটা উদগ্রীব ছিল,কিন্তু জানা হলো না কারো কাছ থেকে–তবে এইটুকু বুঝতে পেরেছি তাদের ছাড়া কেউই ভাল থাকতে পারে না………
রিমি রুম্মান
তাদের ছাড়া কেউই ভাল থাকতে পারে না………
ব্লগার সজীব
মা বাবার ভালোবাসা অনন্য। এর তুলনা হয় না। ভালো লিখেছেন আপু।
রিমি রুম্মান
ভাল থাকবেন । বাবা-মা’কে ভালবাসবেন । শুভকামনা…
নীলাঞ্জনা নীলা
আপনার লেখার সাথে সহমত।
রিমি রুম্মান
অনেক ধন্যবাদ আপু।
বন্য
এই মা বাবা তাদের মত নিস্বার্থ ভাবে ভালবাসার মানুষগুলোকে কিভাবে যে তার সন্তানরা কষ্ট দেয় আমি বুঝি না, মা বাবা নিয়ে কিছু লিখতেই পারি না কারণ অশ্রু নেমে আসে অজান্তেই। মা বাবাকে অনেক ভালবাসি অনেক অনেক।
রিমি রুম্মান
কখনোই বলা হয়নি তাদের__
ভালোবাসি অনেক তোমাদের ।
নাটোর শূন্য কিলোমিটার
আমি খুঁজে ফিরি সেই মায়া মাখা মুখ 🙁
রিমি রুম্মান
মায়ামাখা সেই মুখ…
ভেবে পাই যত সুখ ।
মোঃ মজিবর রহমান
বিলিভ ইট অর নট__ এটাই শাশ্বত সত্য, ”
ঠিক তাই আপু।
রিমি রুম্মান
বাবা-মা’র ভালোবাসাই পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসা …