- পৃথিবীর সবচেয়ে মমতাময়ী নারী,
- সেই হলে মা,
- সন্তানের কোনো আপদ এলে তার
- অন্তরে লাগে ঘা।
সুখের সাথী দুঃখের সাথী
মা তার নাম,
এই বসুমতীতে তার সমতুল্য
নেই কারো দাম ।
নিজে বুভুক্ষা থেকে যে
খাওয়ায় সন্তানে,
বুঝতে দেয় না কাউরে
আছে সে কেমনে।
মায়ের অন্তর আছে সন্তানের জন্য
অসংখ্য অগণিত মায়া,
পিতৃহীন হলে মা সন্তানের দেয়
পিতৃরূপের ছায়া।
৪৪৪জন
৩৭৩জন
৬টি মন্তব্য
আরজু মুক্তা
মা এর তুলনা মা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম।।।
শুভকামনা রইল
স্বপ্নীল মেঘ
মা হচ্ছে হৃদয়ের খনি
অন্তরে যার স্থান
যেতে দিতে হবে তবু
ভুলে সব মায়া ম্লান।
সুন্দর প্রকাশ। ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সুন্দর হয়েছে মন্তব্য টা।।
শুভকামনা রইল
হালিমা আক্তার
মায়ের সাথে কারো তুলনা হয় না বলেই তো , মায়ের চেয়ে আপন কেহ নাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
হুম ঠিক বলেছেন।।।
শুভকামনা রইল