মানবিক শুন্যতা

আগুন রঙের শিমুল ২৪ নভেম্বর ২০১৪, সোমবার, ০২:৪৫:৫৫পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

হারতে দারুন লাগে,জেতার মতই
অসংখ্য হার জীবন জুড়ে,অগণন
আগুন দেখেই ছুটে যাওয়া কাঁচপোকা –
পুড়ে ছাই,তবু ছুটে যাওয়াটাই সত্যি
ছুটে যাওয়াটাই গোটা একটা জীবন।

সহজ জীবন চাইলে শুধুই পুরুষ,ঘোর সংসারী
সহজ জীবন চাইলে যাযাবর নয় কিছুতেই –
সহজ জীবনে মেটেনা তৃষ্ণা, মেটেনা কিছুই।
সহজ জীবন চাইলে সে ভুল ঈশ্বর,খুব মানবিক
হাহাকার নিয়ে কাটায় বেলা বিমুগ্ধ প্রেমিক।

শূন্যের সাথে শূন্য গেঁথে মালা গাঁথা
শূন্যতাই ঈশ্বর,শয়তান, শূন্যতাই সারকথা।

 

 

 

৫১৬জন ৫১৬জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ