হুদা হুদি করলা কেন
এত্তো এত্তো তেড়িবেড়ি,
ঠিকইতো আইলা ফিরে
গনতন্ত্রের বাড়ী।।
জামাতিরা তোমার জন্য
শুধুই পথের কাঁটা,
ষড়যন্ত্রে লিপ্ত তারা
হৃদয় বিষে আঁটা।।
আশাকরি বুঝবে এবার
আসল পথটা কি,
দেখো ভুলে খেয়েওনা
আবার জামাতিদের ঘি।।
বিঃদ্রঃ ইহা একটি রম্য কাব্য। কারো জীবনের সাথে মিল খাইলে তা অনিভিপ্রেত কাকতালিয় মাত্র।
আজ শুনলাম মাননীয় বিরোধীদলিয় নেত্রী আগামি কাল মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন আগামি কাল। আশা করি তিনি এই সঠিক সিন্ধান্তটিতে বলবত থাকবেন। এবং আগামি কাল একটি সফল আলোচনা করবেন।। আমরা তার অপেক্ষায় থাকলাম।।
শুভহোক বাংলাদেশের গনতন্ত্রের পথচলা।। আশায় থাকি আমি এবং আমরা সকলে।।
১১টি মন্তব্য
মা মাটি দেশ
(y)
সীমান্ত উন্মাদ
(y)
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
নীলকন্ঠ জয়
প্রতিবারই এমনটিই করে তারা। জামাত কারো বন্ধু নয়। না বিএনপির না বাংলাদেশের।
সীমান্ত উন্মাদ
ঠিক কথা।
খসড়া
সব শুভ হোক।
সীমান্ত উন্মাদ
তাই হোক।
ছাইরাছ হেলাল
‘আশা’ শব্দটি খুবই শ্রুতিমধুর এবং উপাদেয় এবং অবশ্যই তা আমরা
বিবেচনায় নিতেই পারি ।
সীমান্ত উন্মাদ
ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। আশা করি তারাও আপনার মত বিবেকবান হবেন।
নীলাঞ্জনা নীলা
আশায় আছি
সীমান্ত উন্মাদ
বেঁচে থাকার একমাত্র পন্থ্যা আপু।