বিশালাকার থুথু দিয়ে রাষ্ট্রীয় কান বধির করে দিবেন- এমন বিদ্রোহ ঘোষণা করা আপনার দ্বারাই সম্ভব। আমাদের সবার কান, চোখ, মুখ বন্ধ করেই চলতে হচ্ছে। নিজের গা বাঁচিয়ে থাকতে হয়। ভালো থাকুন
কারোর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। যদিও বাধ্যতামূলক উত্তর দিতে হয়, তো রাষ্ট্রের পক্ষে থেকেই সব প্রশ্নের উত্তর দিবো। এতে বিবেক আমার জাহান্নামে যাক! সঠিক উত্তর দিয়ে মরবো নাকি!
বাস্তবমুখী কবিতা পড়ে ভালো লাগলো দাদা।
১৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বিশালাকার থুথু দিয়ে রাষ্ট্রীয় কান বধির করে দিবেন- এমন বিদ্রোহ ঘোষণা করা আপনার দ্বারাই সম্ভব। আমাদের সবার কান, চোখ, মুখ বন্ধ করেই চলতে হচ্ছে। নিজের গা বাঁচিয়ে থাকতে হয়। ভালো থাকুন
নাজমুল হুদা
রাষ্ট্র, সরকার,ও ব্যক্তি প্রতিটি আলাদা বিষয় না। তাই আমি বধির করে দেওয়ার অধিকার রাখি, যা আমার মৌলিক অধিকার।
ধন্যবাদ আপু ভালো থাকবেন সবসময়।
নাজমুল হুদা
টাইপিং মিস্টেক,
**রাষ্ট্র, সরকার,ও ব্যক্তি প্রতিটি আলাদা বিষয়।
ফয়জুল মহী
যথার্থ , নিখুঁত প্রকাশ
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন দাদা।
শুভ কামনা রইল আপনার জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দারুণ এবং সময়োপযোগী লেখা। মনের ক্ষোভ প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
নাজমুল হুদা
ধন্যবাদ দাদা 😍
আরজু মুক্তা
ওরে ক্ষোভ। কয়জন এভাবে ভাবে বা বলতে পারে?
আপনাকে ধন্যবাদ। কিছু না পারেন। থুথু দিয়ে আসেন
নাজমুল হুদা
ধন্যবাদ আপু। কিছু করার দায়িত্ব যারা করতে পারবে তাদের। আমি শুধু এই সময়টাকে আটকে রাখলাম কিছু শব্দে।
নিতাই বাবু
কারোর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। যদিও বাধ্যতামূলক উত্তর দিতে হয়, তো রাষ্ট্রের পক্ষে থেকেই সব প্রশ্নের উত্তর দিবো। এতে বিবেক আমার জাহান্নামে যাক! সঠিক উত্তর দিয়ে মরবো নাকি!
বাস্তবমুখী কবিতা পড়ে ভালো লাগলো দাদা।
নাজমুল হুদা
উত্তর যখন মনে করবেন দেওয়ার দরকার তখন দিবেন। ধন্যবাদ দাদা।
ইঞ্জা
দাদা, আমাদের প্রতিবাদের ভাশগা কেড়ে নিয়েছে ৫২ ধারা, এখিন প্রতিবাদ না করেও অনেকেই চৌদ্দ শিকের ভাত খায়তেছে। 😕
নাজমুল হুদা
প্রতিবাদ কখনও ধারাতে আটকে রাখা যায় না।
দেশের অনেক গুণী মানুষ থেকে আমরা সেটাই শিক্ষা পাই।
ধন্যবাদ ভাইয়া 😍
ইঞ্জা
ভাই কথাটা মানি, কিন্তু এখন যা অবস্থা তাতে প্রতিবাদ করলেই জেলের ঘানি টানতে হয়।
হালিম নজরুল
ভাল লাগল।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাই