
চাইতে পারও বেশ- বেশ
এক গলা মাটির মন ভাবনার প্রকাশ-
হিম শীতল স্পর্শের আলিঙ্গন!
ছুঁইতে পারও মন ভাবনার প্রশান্তির উঠন;
এ অষ্টপ্রহর কাটল- কেমন করে
বুঝে না আমার শ্রাবণের মেঘ-
ভাসাতে চাই তোমার আকাশ।
পদচিহ্ন অভিমান শুকিয়ে গেছে
কৃষ্ণচূড়ার মাঠ বয়দান জড়িয়ে আছে
সোনালি ধূলির সুবাসিত গন্ধ ঘ্রাণ;
শত রাত পুহালো পূর্ণিমার চাঁদ-
তবুও ভাববো মন ভাবনার প্রকাশ
এ ভরা জ্যৈষ্ঠে পাঁকা ফল খাও-
মনের ইচ্ছা দুলে দুলে আনন্দে উল্লাস।
২০ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৩ জুন ২১
———————————-
১২টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শ্রাবনের আকাশে ভাসাও মন প্রাবন
তুলে নিও তাঁরে শ্রাবনেরই জলযান।
আলমগীর সরকার লিটন
অশেষ ধন্যবাদ মজিবর দা
আরজু মুক্তা
মধুমাসে ফল খেতে হবে ভিটামিন এর জন্য।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মুক্তা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুব ভালো লাগলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
স্বপ্নীল মেঘ
আপনার লেখায় মন ছুঁয়ে যায়।
নতুন নতুন টপিক, শব্দ চয়ন অসাধারণ।
আরো লিখুন। শুভকামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি স্বপ্লীল মেঘ সত্যই তাই
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সাবিনা ইয়াসমিন
শ্রাবণের মেঘে মেঘে বেলা বয়ে যায়। প্রহরের হিসাব মিলানো কঠিন।
সুন্দর কবিতা, বানানের দিকে যত্নশীল হতে হবে লিটন ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
জ্বি সাবিনা আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
হালিম নজরুল
এ ভরা জ্যৈষ্ঠে পাঁকা ফল খাও-
মনের ইচ্ছা দুলে দুলে আনন্দে উল্লাস।
———-ফলের দাম মেলা।
আলমগীর সরকার লিটন
জ্বি হালিম দা
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——