মনের নেই কোন স্টেশন
ছুটে চলে যখন তখন
ফেরারী মন ফেরারী সময়
ধূসর সময়ে হারিয়ে যায়।
নিস্তব্ধ নিরানন্দ নীলাকাশ
কিছু প্রজাপতি উড়ে উড়ে যায়
মুগ্ধতা ছড়িয়ে বাগান বিলাস
মনের নাটাই ঘুড়ি উড়ায়।
মানেনা মন বাধা-ব্যবধান
ছুটে চলে নিরবধি আপন স্টেশন
ফেরারী সময় ফেরারী মন
দূরে বহু দূরে ছেড়ে কোলাহল।
মনের স্টেশন (গান)
শান্ত চৌধুরী
১৭টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সঙ্গীত ভাই অনেক সুন্দর হয়েছে। এসব গান কবে শুনতে পাবো গান আকারে, অধীর অপেক্ষায় আছি। মনের কোনো বাঁধাধরা নিয়ম, গন্তব্য নেই তাইতো যখন তখন যেখানে সেখানে ছুটে চলে।
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাসহ দিচ্ছে এগিয়ে চলার। ভালো সুরকার থকলে সাজেস্ট করতে পারেন। চেষ্টা করবো শুনানোর।
শান্ত চৌধুরী
সরি।
সাহস
সাবিনা ইয়াসমিন
বাহ, গানের কথা গুলো সুন্দর।
কন্ঠে-সুরে শুনতে কেমন লাগবে ভাবছি। গানের লিংক থাকলে পোস্টের সাথে দিয়ে দিন। শুনে নিই 🙂
নিয়মিত হয়েছেন দেখে ভালো লাগছে শান্ত,
আরও লিখুন,
শুভ কামনা নিরন্তর 🌹🌹
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার। ভালো সুরকার থকলে সাজেস্ট করতে পারেন। চেষ্টা করবো শুনানোর।
আমি নিজে খালি গলায় গুণগুণিয়ে গেয়েছি ট্রাই করবো শুনাতে।
তৌহিদ
সুন্দর গানের কথাগুলো। ভালো থাকুন ভাই।
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার।
সুরাইয়া নার্গিস
চমৎকার লাগছে গানের কথা গুলো, সুর দিলেই প্রাণ ফিরে পাবে।
শোনতে ইচ্ছে করছে কতটা মনের মাধুরী মিশিয়ে গানটা কারো গলায় স্থান পেল।
শুভ কামনা রইল।
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার। ভালো সুরকার থকলে সাজেস্ট করতে পারেন। চেষ্টা করবো শুনানোর।
আমি নিজে খালি গলায় গুণগুণিয়ে গেয়েছি ট্রাই করবো শুনাতে।
ফয়জুল মহী
সুন্দর লেখনী
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদু
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার।
হালিম নজরুল
সুন্দর গানের জন্য ধন্যবাদ
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদাভাই।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার।
সুপায়ন বড়ুয়া
গানের কথাগুলো ভালো লাগলো
সুরকার ফুটিয়ে তুললেই হলো।
ভাল থাকবেন সবসময়। শুভকামনা।
শান্ত চৌধুরী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা দাদা।
আপনাদের অনুপ্রেরণা আমাকে আপ্লুত করছে, সাহস দিচ্ছে এগিয়ে চলার।
কামাল উদ্দিন
মনের কোন স্টেশন না থাকাই ভালো, মন থেমে থাকলে জং ধরে যাবে, তাইতো মন ছুটে চলে নিরন্তর।
শান্ত চৌধুরী
ধন্যবাদ । আপনাকে