ভ্যামপায়ার

সনেট ২২ মে ২০১৪, বৃহস্পতিবার, ০৮:২৪:০৮অপরাহ্ন বিবিধ ১০ মন্তব্য

ভ্যামপায়ার>>

কি ভেবেছেন ভ্যামপায়ার বলে দুনিয়াতে কিছু নেই?? যদি বলি আছে?? হ্যাঁ আছে। ভ্যামপায়ার আছে। আমাদের ভেতরেই আছে।
অবাক হচ্ছেন??
অবাক হওয়ার দরকার নেই। কারন তারা আমাদের মধ্যেরই একজন। হয়ত আপনি হয়ত আমি।।।

ভাবছেন আমি পাগল তাই তো?? না আমি পাগলা নই।। আমি ভ্যামপায়ারে বিশ্বাস করি।। এই যা।।

ভ্যামপায়ার বলতে আপনি কি বোঝেন??
একজন মরা মানুষ যে রক্ত খায়?? বড় বড় দাঁত থাকে?? রোদে বের হয়না??
তাহলে তো আমিও ভ্যামপায়ার। আমিও রোদে বের হইনা। রক্ত খাই।। নাও খেতে পারি।।

আসলে এসব সিনেমার ভ্যামপায়ার। রিয়েল ভ্যামপায়ার এরকম হয়না।। কি ভাবছেন চামচিকার কথা বলছি?? আরে না না। মানুষ ভ্যামপায়াররের কথায় বলছি।।

১৯৪৫ সালে লন্ডনের এক সাইন্টিস্ট ভ্যামপায়ার এবং রক্ত নিয়ে রিসার্চ করতে করতে একদিন রক্ত খাওয়ার প্ল্যান করে।। তিনি রক্ত খান।। এভাবে কয়েকদিন রক্ত খাবার পর তার নেশা হয়ে যায়।। পরে সেই নেশা সহ্য না করতে পেরে রক্ত কিনে খেতে শুরু করে।। একদিক নেশার চোটে রক্ত না পেয়ে একজনকে খুন করে ফেলে।।।
একে কি মানুষ বলবেন???? নাকি মানুষিক ভারসাম্যহীন??
কেন ভ্যামপায়ার বলা যায় না????

২০০৩সালে চায়নার এক মেডিকেল ছাত্র রক্ত চুরি করে খেতে লেগে ধরা পরে। পরে জানা যায় সে রেগুলার রক্ত চুরি করে খেত।।
একেই বা কি বলবেন??

অন্ধ প্রদেশে এক স্বামী প্রতিদিন এক সিরিঞ্জ করে তার বউয়ের রক্ত খেত।। রক্তশুন্যতায় আর সহ্য না করতে পেরে পুলিশকে জানালে পুলিশ সেই স্বামীকে ধরে নিয়ে যায়। এটা ২০১১এর ঘটনা।।
একেই বা কি বলবেন??

১০১১সালে প্যাথলজি ক্লাস শেষে ব্লাড চেখে দেখেই বুঝেছিলাম এর মধ্যে একটা অন্যরকম নেশা আছে।। একদমই অন্যরকম।।। ভাগ্যিস কন্টিনিউ করিনি। করলে না জানি কি হত???

যাই হোক এমন অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে আমাদের আসে পাশে।। কিন্তু ব্যাস্ত জীবনে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কারো নেই।।

হয়ত এদের বড় দুটো দাঁত বের হয়না। হয়ত এরা জীবিত। হয়ত রোদও সহ্য করতে পারে।। কিন্তু আমি এদের মানুষ না ভ্যামপায়ারই বলব।।। ভ্যামপায়ার যে রক্তের নেশায় সঠিক – ভুলের মধ্যে পার্থক্য ভুলে যায়।। ভ্যামপায়ার যে রক্তের নেশায় এডিক্টেড।।।
কে বলতে পারে হয়ত আমার মেডিকেল সাইন্স পড়ার পেছনে রক্তের কাছে থাকারই উদ্দেশ্য ছিলো। B-)

৬৫৮জন ৬৫৮জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ