
আমি ভুল গুলো শুধরে নিয়ে আরেকবার আসতে চাই তোমার কাছে।
আবদ্ধ অন্তরে শুভ্র ভালোবাসা টুকু দেয়া যে বাকিই রয়ে গেল
জন্মান্তরের এ দায় আমি কিভাবে বহন করবো বলতে পারো কি? যদি সুযোগ ই না দাও!
অপেক্ষা করা যায়। করছিই বটে! কিন্তু প্রত্যাশার অনুভূতি দুশ্চিন্তা হয়ে ব্যথা দেয় প্রতি মুহূর্ত।
আরেকবার আমাকে ডেকো! ওই হয়না জোৎস্না রাতেও জোনাকি যেমন উঁকি দেয় পথ ভুলে!
নাহয় পরাজয় স্বীকার করে নাও আমাকে আবার ডেকে!
বিশ্বাস করো তোমাকে জয় করে নিবোই আমি।
আমার আকাশে ঝড়ের পূর্বাভাস অনুভব করে আমাকে ছেড়ে চলে গেছো!
ঘুরে তাকাওনি, স্বার্থপর হয়ে নিজের দায় আমাকে চাপিয়েছো, ব্যথার পাহাড় আমাকে দিয়ে নিজে মুক্ত হয়েছো।
কিন্তু, সেদিন আকাশ ঝড়েনি। তোমার চলে যাওয়ার
ব্যথায় ডুকরে ডুকরে গর্জনে মেতেছিলো মেঘ রাজ্য, তুমি শুনোনি প্রকৃতি অনুভব করেছে কিন্তু ওরা নিস্তব্ধ।
জানো তো, কালচে আকাশ টাও রঙ পাল্টিয়ে ফেলে নিমিষেই।
কালবৈশাখী ঝড়ে প্রকৃতি লণ্ডভণ্ড হয়ে গেলেও শিখরে জমে থাকে উর্বরতা।
এক সমুদ্র ভালোবাসা নিয়ে আমি আজো অপেক্ষা করি তোমার ফেরার!
নির্জনতার রাত্রিতে দরজা দিতে ভুলে যাই! এ অভ্যেস তোমার বাড়ি ফিরার লোভে।
তবে যদি আরেকবার আসতে হয় তোমাকে, এক নতুন বসন্তে এসো।
মাথায় শিমুল ফুল গুঁজে, নতুবা সস্তা কোনো নীল চাদরে গা পেঁচিয়ে আসিও।
আমি হলুদ পাঞ্জাবীতে হাতে এক টুকরো চিরকুট নিয়ে অপেক্ষা করবো আর তাতে লিখা থাকবে
“ভালোবাসলেই তবে অপেক্ষা করা যায়
আর অপেক্ষায় ভুল শুধ্রে নেয়া যায়”
~মেঘ
২০টি মন্তব্য
স্বপ্নীল মেঘ
আসসালামু আলাইকুম/আদাব।
আমি ছোট মস্তিষ্কের মানুষ। ব্লগে এটি আমার লিখা প্রথম কবিতা। আমি শিখছি মাত্র। আমার ভুল ত্রুটি ক্ষমা করে অনুগ্রহ পূর্বক শিখিয়ে দিবেন।
সাবিনা ইয়াসমিন
যে চলে যেতে চায়/চলে যায় তাকে ফেরানো কঠিন। অভিমান খুব খারাপ জিনিস। ভালোবাসা থাকলেও সবাই অভিমান বোঝে না।
সুন্দর লিখেছেন, স্বাগতম সোনেলা পরিবারে।
নিয়মিত লিখুন, ভালো থাকুন।
শুভ কামনা 🌹🌹
স্বপ্নীল মেঘ
ভালোবাসা, অভিমান কিংবা জেদ দুটোর কাছেই অসহায়।
ধন্যবাদ বুবু। দোয়ায় রাখবেন 💚
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
অপেক্ষা খুবই কস্টের, আবার মধুরও,
সুন্দর কবিতা নিয়ে আসলেন।
নিয়মিত লিখুন ( ২৪ ঘন্টা পরপর )
শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আমি ছোট মানুষ। আমাকে দোয়ায় রাখবেন।
আমি শিখছি মাত্র।
জিসান শা ইকরাম
আপনি ভালো লেখেন। সোনেলা গ্রুপে পড়েছি আপনার লেখা।
দোয়া করি লেখার জগতে সফল হোন আপনি।
আলমগীর সরকার লিটন
বেশ প্রেমময় কাব্যিক প্রকাশ অনেক শুভেচ্ছা রইল
স্বপ্নীল মেঘ
ভালোবাসা রইলো ভাইয়া।
দোয়ায় রাখবেন💚
রোকসানা খন্দকার রুকু
সোনেলা ব্লগে আপনাকে স্বাগতম। নিয়মিত লিখুন ভালো থাকুন।
শুভ কামনা রইলো।
স্বপ্নীল মেঘ
কৃতজ্ঞতা সহ ভালোবাসা রইলো বুবু।
ইন-শা-আল্লাহ আমি নিয়মিত লেখা ও মন্তব্য করার চেষ্টা করবো। দোয়ায় রাখবেন।
ধন্যবাদ। ভালো থাকুন।
আরজু মুক্তা
অপেক্ষায় ভুল শুধরে নিতে নিতে জানালা দিয়ে ভালোবাসা পালালে, মুশকিল।
লিখতে থাকুন সোনেলায়। স্বাগতম। অন্যদের লোখা পড়ুন। মন্তব্য করুন।
শুভ কামনা
স্বপ্নীল মেঘ
পালিয়ে যাক তবু ভালোবাসা মুক্তি পাক।
জ্বী আমি একটিভ থাকার চেষ্টা করবো।
হালিমা আক্তার
ভালোবাসা অপেক্ষায় থাকবে। এটাই ভালোবাসা চিরন্তন রীতি। তবে যে চলে যায় তাকে যেতে দেওয়াই ভালো। শুভ কামনা।
স্বপ্নীল মেঘ
একদম। সুন্দর মন্তব্যর জন্যে ধন্যবাদ বুবু।
দোয়ায় রাখবেন। ভালো থাকুন ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম লেখা পড়েই আপনার লেখার ভক্ত হয়ে গেছি। সোনেলার আঙ্গিনায় স্বাগতম আপনাকে। গ্রুপে পড়েছি এখন ব্লগেও আপনার লেখা পাবো নিয়মিত এটাই চাই। ভালোবাসা এমনি মান-অভিমানে পূর্ণ তবে সবাই সেই অভিমানের দুয়ার খুলতে জানে না, তখন হৃদয়ের ভালোবাসা হৃদয়েই গুমরে কাঁদে। অফুরন্ত শুভকামনা ও শুভেচ্ছা
স্বপ্নীল মেঘ
সবার কাছে ভালোবাসা পূর্ণতা পায়না বুবু। হয়তো ভালোবাসা ধরা দেয়না। এজন্যই মান অভিমান দুটোই বিভক্ত করে দেয় সম্পর্কের বেরাজাল।
ধন্যবাদ বুবু। আমাকে দোয়ায় রাখবেন।
নার্গিস রশিদ
খুব ভালো লাগলো ।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ আপু।
ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
কবিতা টা বার বার পড়,
তারপর প্রকাশ করবে তাহলে আরও সুন্দর হবে।।।
শুভকামনা রইল।।।
স্বপ্নীল মেঘ
ধন্যবাদ ভাইয়া। ইন-শা-আল্লাহ চেষ্টা করবো।