
জানি, ভালোবাসি তোমার কোনো স্লোগান নয়;
তবুও ক্ষুধার্ত প্রেমে ভালোবাসার দাবি তুলো-
দাবি এভাবেই দাও তোমার আমার সুষম বন্টন
ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত
দাবি- ছেড়ে গেলে তোমায় পতন ঘটিয়ে দাও আমাকে
এসব দাবি আজ আমাকে ঘিরে তোমার সাথে
অথচ- আমি জানি ভালোবাসি বলে স্লোগান দিলে
ভালো রেখে কাউকে নিশ্চুপ নিরবে রোবট হতে হয়
নিদারুণ সময়ে ভালোবাসি বলা তোমার স্লোগান নয়।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৭টি মন্তব্য
সুরাইয়া পারভিন
ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত
সত্যি কি দেখা যায় ভাই?
দারুণ লিখেছেন। পাঠে মুগ্ধতা অনিমেষ
নাজমুল হুদা
অনুভব করলে দেখা যায় আপু।
ধন্যবাদ আপনাকে
মাহবুবুল আলম
“ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত”
ভাল লেগেছে। শুভেচ্ছা জানবেন।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
ভালো থাকবেন সবসময়।
মোঃ মজিবর রহমান
ভালবাসার গভীরতা কত তা বোঝালেন ভাই।
নাজমুল হুদা
গভীরতার শেষ নাই।
ধন্যবাদ ভাইয়া 💕
মোঃ মজিবর রহমান
মনের যত পিপাসা, ভালবাসার গভিরতা ততখানি।
নিতাই বাবু
খুবই ভালো লেগেছে দাদা। সোনালী শুভেচ্ছা।
নাজমুল হুদা
অসংখ্য শ্রদ্ধা দাদাভাই
তৌহিদ
এমন ভালোবাসা যে অনুভব করবে সেইতো প্রকৃত প্রেমিক।
দারুণ লেখা ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💕
সঞ্জয় মালাকার
“ঝুলানো স্টেথোস্কোপে আস্তে করে চেপে ধরো
দেখো বুকের কোথায় কার কতটুকু চিনচিনে ক্ষত”
দারুণ লিখেছেন দাদা। বিজয়ের সোনালী শুভেচ্ছা রইলো।
নাজমুল হুদা
বিজয়ের শুভেচ্ছা 💕
ভালো থাকবেন দাদা
মোহাম্মদ দিদার
ভালোবাসার গভীরতা কতো বুঝিয়ে দিলেন ।
বেশ ভালোলাগলো
নাজমুল হুদা
গভীরতা শেষ নাই।
ধন্যবাদ ভাইয়া 💕
এস.জেড বাবু
এর বেশি ভালোবাসা যায়না-
চমৎকার লিখেছেন নাজমুল ভাই।
নাজমুল হুদা
ভালোবাসাও খুব কষ্ট
ধন্যবাদ ভাইয়া 💕