ভালোবাসি তোমায়

জাহাঙ্গীর আলম অপূর্ব ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৯:১৫:২৬পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
    তুমি তো আমাকে সেই বিদীর্ণ প্রহরে,
    প্রপোজ করেছিলে।
    আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি
    সত্যি সত্যি আমি চাইনি,
    কারণ বর্তমান ভালোবাসা রিয়েল না,
    টাইম পাস।
    তুমি তো আমাকে স্বপ্ন দেখিয়ে
    হৃদয়ের গহিনের সুপ্ত ভালোবাসা জাগ্রত করেছিলে
    স্বার্থপরের মতো অন্যের হাত ধরে চলে গেলে।
    শুধু ধোঁকা পাব তার জন্য আমি
    কখনো ভালোবাসার অদৃশ্য মায়া জালে
    বদ্ধ হতে চাইনি,
    সত্যি সত্যি আমি তো চাইনি,
    তোমাকে ভালোবাসতে।
    বসন্তের আগমনে সুন্দর তোমার লেখা কবিতা খানি,
    আজও আমার মনে আছে,
    তুমি তো সদা বসন্তকালে
    মাথায় পড়তে বাসন্তী ফুলের খোঁপা,
    আমি তো তোমার জন্য অসংখ্য বাসন্তী ফুল এনেছি,
    তোমার স্মৃতি বিজড়িত সব আজ আমারে কাঁদায়
    নিশ্চুপ থাকতে দেয় না তো কখনো।
সত্যি ইচ্ছে ছিল আমার হৃদয়ে সুপ্ত ভালোবাসা দিয়ে,
তোমায় সারাজীবনের জীবনের অংশ করে নিতে চেয়েছিলাম।
কিন্তু তুমি তো আমার সকল আশা ভস্ম করেছে,
ভালোবাসায় প্রতারণা
তার জন্য আমি তো তোমাকে ভালোবাসতে চাইনি,
সত্যি, সত্যি, সত্যি আমি তো ভালোবাসতে চাইনি,
তুমি তো আমাকে ভালোবাসতে শিখিয়েছিল।
তোমার জন্য আমার হৃদয় ধূ ধূ মরুভূমির মতো
যেখানে নেই হয় না কো কোনো কিছু,
বালুকার রাশির মতো করে চিকচিক,
তুমি তো আমার জীবনকে তেমন করেছ
আজ তুমি অন্যকে নিয়ে সুখে আছো
আজও ভালোবাসায় তোমায় ওগো প্রেয়সী।
রচনাকালঃ
১৮/০২/২০২১

৬৭৭জন ৫৩১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ