
ভালোবাসা হচ্ছে ভালোলাগা,
ভালোবাসা হচ্ছে ভালোবাসা,
ভালোবাসা হচ্ছে অভিমান,
ভালোবাসা হচ্ছে অনুরাগ,
ভালোবাসা হচ্ছে একটু হাসি,
ভালোবাসা হচ্ছে কান্না স্মৃতি,
ভালোবাসা হচ্ছে আঘাত করা,
ভালোবাসা হচ্ছে কাছে যাওয়া,
ভালোবাসা হচ্ছে কষ্ট,
ভালোবাসা হচ্ছে নিজের মতো,
ভালোবাসা হচ্ছে মিষ্টি কথা,
ভালোবাসা হচ্ছে আড়াল করা,
ভালোবাসা হচ্ছে আঁধার রাতে,
ভালোবাসা হচ্ছে মন খুলে,
ভালোবাসা হচ্ছে জড়িয়ে ধরা,
ভালোবাসা হচ্ছে বলে ফেলা,
ভালোবাসা হচ্ছে কাছে টানা,
ভালোবাসা হচ্ছে মন বিনিময় করা,
ভালোবাসা হচ্ছে ভালোবাসা ভালোবাসা ।
৫টি মন্তব্য
পপি তালুকদার
ভালোবাসা মানে অভিমানে সরে গিয়ে,
হৃদয়ে তারে ধারন করা।
ভালোবাসা মানে নিরবে অজোরে কাঁদা,
মুখে হাসি রাখা।
সুন্দর হয়েছে কবিতা খানি।
অনিঃশেষ শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা নিয়ে সুন্দর এক কবিতা রচনা করলেন।
এটা পড়ে বলতে ইচ্ছে করে ❝ভালোবাসা হীনতায় কে বাঁচিতে চায়! ❞
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
আসলেই তাই। ভালবাসার মানুষের সাথে এমন খুনসুটি না থাকলে তাকে ঠিক ভালোবাসা বলা যায় না।
শুভ কামনা।
হালিমা আক্তার
ভালোবাসা মানে দুরে থেকে ও কাছে থাকার পরশে জড়িয়ে থাকা। খুব ভালো লাগলো। শুভ কামনা।
আরজু মুক্তা
ভালোবাসা মানেই ভালোবাসা।
সুন্দর কবিতা