ভালবাসার জন্যে

কামরুল ইসলাম ২৫ আগস্ট ২০২১, বুধবার, ০৮:১৪:৩০অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

তুমি হাসলেই,  হেঁসে উঠে আমার চার দেয়াল
তোমার উপস্থিতিই ভাঙে আমার নিঃসঙ্গতার খেয়াল

চলনে বলনে সম্পূর্ন্ন আচ্ছন্ন তোমার দৃষ্টিতে
কবিতার  উপমায় স্থায়ী বসতি,  আমার সৃষ্টিতে

তুমি এলেই,  গাই,  লিখি,  চঞ্চল থাকে মন
উষ্ণতায় ভাসি,  স্বপ্ন রাঁধি,  সুখের মহা আয়োজন

তোমাতে তুমি,  নাই আর এই ভুবনে
তোমার জন্ম,  শুধু আমি ভালবাসার জন্যে।

 

 

রচনা কাল ঃ ২৩/০৮/২০২১

৪১৫জন ৩৩০জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ