
তুমি হাসলেই, হেঁসে উঠে আমার চার দেয়াল
তোমার উপস্থিতিই ভাঙে আমার নিঃসঙ্গতার খেয়াল
চলনে বলনে সম্পূর্ন্ন আচ্ছন্ন তোমার দৃষ্টিতে
কবিতার উপমায় স্থায়ী বসতি, আমার সৃষ্টিতে
তুমি এলেই, গাই, লিখি, চঞ্চল থাকে মন
উষ্ণতায় ভাসি, স্বপ্ন রাঁধি, সুখের মহা আয়োজন
তোমাতে তুমি, নাই আর এই ভুবনে
তোমার জন্ম, শুধু আমি ভালবাসার জন্যে।
রচনা কাল ঃ ২৩/০৮/২০২১
৯টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
ভালবাসার আবেগময় প্রকাশ — ‘তুমি এলেই, গাই, লিখি, চঞ্চল থাকে মন
উষ্ণতায় ভাসি, স্বপ্ন রাঁধি, সুখের মহা আয়োজন’।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনার প্রতিও শুভ কামনা রইলো।
হালিমা আক্তার
ভালোবাসার অনুপম প্রকাশ। শুভ কামনা রইলো।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
আরজু মুক্তা
সবই তুমিময়।
শুভ কামনা ভাই
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসায় ভরপুর কবিতা। শুভ কামনা সবসময়।
কামরুল ইসলাম
ধন্যবাদ ও অনেক শুভ কামনা