শ্বেতশুভ্র পাপপঙ্কিল রাস্তার খোঁজে,
দিশেহারা আর দিশেহারা।
আমি আছি – তবে স্বপ্নের মাঝি,
ঝড়ের সাগর থেকে ফিরবেনা।
বিদ্রোহকাল আর বিলাপকালে পরিণত হলো,
ভেতরে আর ভেতরে।
খুব গোপনে অদৃশ্য করে দেয়া,
কিশোরীর রূপার নূপুরের মতো।
পথচলা শুরু হয় একটি ধাপে,
জীবনভর আর জীবনভর।
আমি পথে আর পথটা আমার মতে,
চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।।
৫টি মন্তব্য
শাহানা আফরিন স্বর্ণা
সুন্দর 🙂
শান্তনু শান্ত
ধন্যবাদ আপু 🙂
ব্লগার সজীব
পথচলা শুরু হয় একটি ধাপে,
জীবনভর আর জীবনভর।
আমি পথে আর পথটা আমার মতে,
চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।। ……. খুবই ভালো লেগেছে। আমাদের দু একটা লেখা যদি পড়তেন কৃতার্থ হতাম 🙂
স্বপ্ন নীলা
আমি আছি – তবে স্বপ্নের মাঝি,
ঝড়ের সাগর থেকে ফিরবেনা।’’——–হুমম ঝড়কে জয় করেই তো তবে ঘরে ফেরার চিন্তা
সুন্দর লেখনী–
ভাল লাগলো
খসড়া
ভাল লাগল।