“ভাবনাচক্র”

শান ২১ জানুয়ারি ২০১৫, বুধবার, ০৫:৪৫:২৪অপরাহ্ন বিবিধ ৫ মন্তব্য

শ্বেতশুভ্র পাপপঙ্কিল রাস্তার খোঁজে,
দিশেহারা আর দিশেহারা।
আমি আছি – তবে স্বপ্নের মাঝি,
ঝড়ের সাগর থেকে ফিরবেনা।

বিদ্রোহকাল আর বিলাপকালে পরিণত হলো,
ভেতরে আর ভেতরে।
খুব গোপনে অদৃশ্য করে দেয়া,
কিশোরীর রূপার নূপুরের মতো।

পথচলা শুরু হয় একটি ধাপে,
জীবনভর আর জীবনভর।
আমি পথে আর পথটা আমার মতে,
চির-আকাঙ্খিত বিশ্রাম পেতে চায়।।

৫০৩জন ৫০৩জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ