
আবোলতাবোল
*************
ভগবানের নাটাই
**************
গোলাপে মরিচিকা ধরেছে,
লোকে বলে গোলাপ পাপী।
লোহা গোলাপের সৌরভ ছড়ায়,
লোকে বলে লোহা বড় বিনয়ী।
আবার সাধনায় বসে অলি,
রাখো মারো, সবই করো, আল্লাহ তুমি।
গোলাপে মরিচিকা দিয়ে,তার সুরভি কেরে নাও,
লোহা থেকে মরিচিকা নিয়ে,তার সুগন্ধি ছড়াও।
গোলাপ খুঁজিয়া পাপ,
দেখিলো সবই অহংকার তার।
লোহা খুঁজিয়া পূন্য,
শত আঘাত সহ্য করেও,
নীরব থেকেই সে ধন্য।
কেহ হারাইয়া ধন নিশীথে কাঁদে,
কেহ পাইয়া ধন নিরবে হাসে।
নিজ হাতে রাখিয়া নাটাই,
নিরলে বসিয়া ভগবান তাই,
আনন্দে উড়ায় ঘুড়ি,
আর সুরে সুরে বাজায় বাঁশরী।।
২১.১১.১৯
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
গন্ধ পঁচেগেলে গোলাপের পাপড়ী ঝরে পরে
সুন্দর কবি দা———–
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ লিটন দা কষ্ট করে আমার আবোলতাবোল লিখা পড়ার জন্য। ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
আত্নশুদ্ধি পথ লাভ করা অস্থির স্ময়ে খুব কঠিন কবি ভাই।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম
মোঃ মজিবর রহমান
আশা করি নিয়মিত লিখা দিবেন অপু ভাই।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। ভালো থাকবেন ভাই
বোরহানুল ইসলাম লিটন
নিঃসন্দেহে অনন্য সৃজন।
বেশ আন্তরিক উচ্চারন।
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনুপ্রাণিত হলাম ভাই। ভালো থাকবেন। ভালোবাসা নিরন্তর
রোকসানা খন্দকার রুকু
বেশ লিখনি। অবিরাম শুভকামনা।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ আপু।অনুপ্রাণিত হলাম।আপনার জন্যও শুভকামনা
হালিম নজরুল
নিজ হাতে রাখিয়া নাটাই,
নিরলে বসিয়া ভগবান তাই,
আনন্দে উড়ায় ঘুড়ি,
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই আমার আবোলতাবোল লিখার সাথে থাকার জন্য। ভালোবাসা নিরন্তর
সঞ্জয় মালাকার
কবিতা ভালো লাগলো খুব,,
নিজ হাতে রাখিয়া নাটাই,
নিরলে বসিয়া ভগবান তাই,
আনন্দে উড়ায় ঘুড়ি,
আর সুরে সুরে বাজায় বাঁশরী
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন
হালিমা আক্তার
নাটাই হাতে রাখিয়া ঘুড়ি দিয়েছে ছাড়িয়া। বুঝিনা আমরা। লাগাম সৃষ্টিকর্তার হাতে। সুন্দর লিখেছেন।
মো: মোয়াজ্জেম হোসেন অপু
অনেক ধন্যবাদ আপু আমার আবোলতাবোল পড়ার জন্য। অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন