ভূত বিশ্বাস করেন?
ইউরোপে একটা প্রাচীন কুসংস্কার আছে। অন্ধকার বাথরুমে মোম বাতি জ্বালিয়ে আয়নার দিকে তাকিয়ে ১৩ বার “ব্লাডিমেরি” এই শব্দটা যদি উচ্চারণ করা যায়, তবে আয়নাতে ভয়ানক চেহারার নারীর প্রেতাত্মা দেখা যায়। এটা একধরনের প্রেতচর্চা, অধিকাংশই দাবি করেন, এটা সত্যি, তারা নাকি দেখেছেন। ধারনা করা হয়, ইংল্যান্ডের সাবেক রানী মেরি টিউডরের প্রেতাত্মা এটা।
আজ চেষ্টা করলাম। অন্ধকার বাথরুমে গা ছমছম করছিলো, মোম বাতি ধরালাম। জীবনে প্রথমবার টের পেলাম, শরীর অবশ হয়ে আসছে। চারপাশ ঘোলাটে লাগছে। আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, ব্লাডিমেরি। ফিশফিশ করে ১৩ বার বললাম মোট।
আমি এসব কুসংস্কারে কখনোই বিশ্বাস করিনা, জানি, এগুলো ভুয়া কথা, দীর্ঘশ্বাস ফেলে বের হতে যাচ্ছি, এসময় হঠাত মাথার উপর টিকটিকি ডেকে উঠলো। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই ভয়ংকর রাতের কথা কোনোদিন ভুলবোনা। আমি জানিনা আপনারা কিভাবে আমার এই কথাটা নিবেন, মোম বাতি দপদপ করে কাপতে থাকলো, আয়নার দিকে তাকাতে পারছিলাম না, আমি টের পেলাম, দরদর করে ঘামছি, শিরদাঁড়া দিয়ে ভয়ের শীতল স্রোত নেমে আসছিলো, মনের সবটুকু শক্তি নিয়ে আয়নার দিকে তাকালাম।
যা দেখলাম, আমি জানি আপনারা বললে বিশ্বাস করবেন না, ভয়ংকর দর্শন এক মহিলা কুতসিত দাঁতগুলো বের করে আমার দিকে তাকিয়ে ছিলো। চেহারার ঘা থেকে পুজ গড়িয়ে পড়ছিলো, ওর চোখ দুইটা জ্বলজ্বল করছিলো, এতো ভয়ংকর চেহারা কারো থাকতে পারে, জানা ছিলোনা। আয়না থেকে হাত ২ টা বের হয়ে আসলো, আমি আর পারছিলাম না। টের পাচ্ছিলাম, অজ্ঞান হয়ে যাচ্ছি, কুতসিত হাত ২ টা আমার গলার দিকে এগিয়ে আসছিলো, শ্বাস নিতে পারছিলাম না, শুনলাম, আমাকে ফিশফিশ করে বলছে,
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
জুন মাসের ১ তারিখ, রাত ১২ টা অলরেডি বেজে গেলো, তুই এখনো বসে আছিস, তুই জানিস না, এই মাসেই হয় বাঁশ মারার বাজেট?
তোর এখন কি হবে রে বলদ? 😂😂😂😂
বি:দ্র: এইসব কুসংস্কার থেকে দূরে থাকুন।
২২টি মন্তব্য
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা
দারুণ!
কোথাকার জল কোথায় গিয়ে পড়ল!!!
আশা করি মাল সাহেব
তাকে অম্লান করে রাখবেন
এই বাজেটে -{@
ইঞ্জা
আমি তো ভাবছি মালেরে ব্লাডি মেরি লাগায় দিমু। :D)
জিসান শা ইকরাম
কারনটা বলতে পারবো না, তবে কেন জানি আমি এমন কিছু কুসংস্কার বিশ্বাস করি।
কিছু কিছু কুসংস্কার আমাদের সংস্কৃতির সাথে মিশে গিয়েছিল, আমরা যত আধুনিক হচ্ছি, এসব কুসংস্কার মুক্ত হচ্ছি।
তবে কিছু কিছু কুসংস্কার থাকা ভালো।
শুভ কামনা।
ইঞ্জা
ধন্যবাদ ভাইজান, কিছু বিষয় আছে যা কুসংস্কার নয়, যেমন আমাদের ব্লগেই আছে আমার লেখা “বিশ্বাস অবিশ্বাস “, যা হয়ত অনেকেই বিশ্বাস করবেনা কিন্তু তাহা সত্যই আমার অভিজ্ঞতা।
জিসান শা ইকরাম
হ্যা এমন কিছু বিষয় আছে যার কোন ব্যখ্যা নেই।
ইঞ্জা
জ্বি ভাইজান, নিজের সাথে না ঘটলে আমিও হেসে উড়িয়ে দিতাম।
মোঃ মজিবর রহমান
কি করার আছে আমাদের দেশের রাজনিতির দরশন ভয়াবহ। মানুষ মারার বাজেট।
কারে ছেড়ে কারে ধরবে বুঝা কঠিন। সকলের পেনশন করার কথা ছিলো গতবাজেটে। আমাদের আমলারা দেশ বিদেশ ঘুরে এখন পর্যন্ত একটি খদড়াও করতে পারেনি। সচিব মোসলেম সাহেব পেনশনের জন্য ঘুরতে জান নি বেড়াতে গিয়ে ছিন ফুর্তি করতে গিয়েছিন সরকারী মাল জনতার টাকা নস্ট করতে গিয়েছেন। যেখানে বিশ্ব ব্যাংক পর্যন্ত বাজেটে বরাধ্ব করতে চেয়েছিলো।
কিন্তু আমলা খায় গামলা,ধ্বংস্ব নস্ট দেশটা , জনতার ফুর্তি ক্যারক্টারটা নস্টা
ইঞ্জা
খুবই সত্য বলেছেন ভাই
খসড়া
ব্লাডিমেরীকে বহুরাত ডেকেছি, একদিনও আসে নি। তবে আমি কিন্তু ভূত রাশি। প্রায়ই তেনাদের সাথে মোলাকাত হয়।
ইঞ্জা
:D)
ভূতরাশি :D)
ভাইয়া তো ভয়েই থাকেন নিশ্চয় :D)
মৌনতা রিতু
আমি কিছু কিছু জিনিস বিশ্বাস করি। কারণ, এমন কিছু জিনিস আমি দেখছি, যা কাউকে বর্ননা করার মতো না। তাই বিশ্বাস করি আমি।
যাইহোক, বাজেটের মাসে এমন অবস্থা হয় ভাইজু!
তবে ব্লাডমেরিকে ডাকার সাহস হয় নাই।
ইঞ্জা
আপু আমাদের বাজেট মানেই জনগণ মরবে আর ধনিরা ধনি হবে আর অদ্ভুতুড়ে বিষয়টা আমার নিজের সাথে না হলে হেসেই উড়িয়ে দিতাম।
আগুন রঙের শিমুল
:D) :D)
ইঞ্জা
:D)
তৌহিদ ইসলাম
এমন সুন্দর উপমায় সুন্দর একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ ভাই। শিক্ষণীয়।
ইঞ্জা
আপনাকেও ধন্যবাদ ভাই
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া আমি ভাই ভুত-প্রেত বড়ো ডরাই। অন্ধকার ঘরে ঘুমাতে পারিনা।
ব্লাডিমেরি পরীক্ষা করার সাহস নাই গো ভাইয়া। -:-
ইঞ্জা
আপু কানে কানে বলি, আমিও প্রচন্ড ভয় পাই। ;?
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
ইঞ্জা
:p
মায়াবতী
ভাই এমন কাহিনী লিখেছেন যে পড়ার আগে ই আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে । কিন্ত খুব গুছিয়ে লিখেছেন ভাইয়া । মাশাল্লাহ
ইঞ্জা
:D)
ধন্যবাদ প্রিয় আপু। 🙂