
– এই খানে একটু থামি?
কেন! এতো সিগারেট কিভাবে খাও?
– এককাপ চা..
আচ্ছা।
– নদী, ফুসকা খাবে?
খেতে পারি, তবে এগুলো না, ওইইইই গুলা।
– এহ, বিদঘুটে!
হোক, ওটাই খাবো।
– হু বুঝি তো!
তুমি কিন্তু ছ’টা খেয়ে ফেলেছো, একটু আগে বললে বিদঘুটে!
– তুমিই তো আমার মুখে ঢুকিয়ে দিচ্ছো!
ফাগুন, এসো পিঠা খাই, ভাপা পিঠা এখন না খেলে আর কখন খাবো?
– পিঠা এগুলো?
হ্যা, এগুলোকেই পিঠা বলে। না করো না প্লিজ, মাত্র চার/পাঁচটা খাবো।
– হু, বুঝি তো!
ফাগুন, তুমি কিন্তু তিনটা খেয়েছো।
– ওহ, তুমি গুনছিলে বুঝি!
ফাগুন, সকাল হয় কেন?
– জেগে উঠবো তাই,
রাত নামে কেন?
– দিন আসবে বলে,
স্বপ্ন কেন দেখি?
– বেঁচে থাকাকে সার্ত্থক করতে ,
হাসি কেন?
– আনন্দে,
কান্না কীসের?
– ব্যাথা বিসর্জনের,
ঝগড়া করি কেন?
– বারবার এক হওয়ার তাগিদে,
বৃষ্টির মূর্ছনায় কখন ভাসি ?
– যখন আমরা ভালোবাসি!
নদী, বৃষ্টি হচ্ছে। ফ্রেঞ্চফ্রাই খাবে?
– উহু, ওসব খেতে মানা। আলুভাজা খুঁজে আনো।
ফ্রেঞ্চকিস?
– বলো কি!! ভয় নেই নাকি! এরচেয়ে তুমি আমায় জড়িয়ে ধরো। স্নেহের পরশ বুলিয়ে দাও কপালে, চোখের পাতায়, আর..
হু, বুঝি তো!
ফাগুন,
– উম,
তুমি এতো পন্ডিত কেন?
* ছবি -নেট থেকে।
২০টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
হুম ভালোই পন্ডিত, ফ্রেন্স কিস আর আলুভাজা॥ পেটে কি প্রেমের রাক্ষস ঢুকেছে একদম সব খেয়ে ফেলছে?
খাওয়া খাওয়ি খুনসুটি জমেছে ভালোই। স্নেহের পরশের নামে ওসব বোধহয় তো চুমুই। বুঝি কম!
জমেছে ভালোই। মনে হল শীত আসছে না, ফাগুন আবার ফিরেছে।
শুভ কামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
আপনি ভালোই বুঝেছেন, বুঝেছি তো!
হেমন্তের কাছেই ফাগুনের চিঠি পেয়েছি। ফিরবে সে এই শীতের পরেই 🙂
চমৎকার মন্তব্যর জন্যে আপনাকে ধন্যবাদ 🌹🌹
ফয়জুল মহী
চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব। শৈল্পিকতায় উপভোগ্য লেখনী ।
সাবিনা ইয়াসমিন
সব সময় সুন্দর মতামত দেয়ার জন্যে ধন্যবাদ মহী ভাই। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“ফাগুন, সকাল হয় কেন?
– জেগে উঠবো তাই,
রাত নামে কেন?
– দিন আসবে বলে,
স্বপ্ন কেন দেখি?
– বেঁচে থাকাকে সার্ত্থক করতে ,“
অসাধারন কথামালায় সাজিয়েছেন
রোমান্টিক গল্প খানি।
ভাল লাগলো শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ দাদা। ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
উর্বশী
আমি লেখার মাঝে পুরোপুরি হারিয়ে গেলাম।আমাদের প্রথম দিকের সোনালী দিনের প্রতিচ্ছবি মনে হচ্ছিল। চমৎকার লেখা আ– হা–হা। নতুন ক্ষনের সূচনার সঙ্গে যুক্ত হতে থাকে। সকাল,রাত,দিন এবং স্বপ্নের কথা বলে আশায় পারাপার।
জীবনে লেখাই তো শিখলাম না এখনো । কি সুন্দর সবাই লিখে মা শা আল্লাহ। অজস্র ভালোবাসা অবিরাম।
সাবিনা ইয়াসমিন
“ নতুন ক্ষনের সূচনার সঙ্গে যুক্ত হতে থাকে সকাল,রাত,দিন এবং স্বপ্নের কথা বলে আশায় পারাপার ”
কি সুন্দর করে বললেন! অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ফাগুন ফাগুনী প্রেম নিয়ে জেঁকে বসেছে দেখছি। সুখের খুনসুটি চলতে থাকুক এটাই চাই।
ভালো থাকুন আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
জিসান শা ইকরাম
কথোপকথন দিয়ে ভালোই গল্প সাজিয়েছেন।
বিভিন্ন ক্ষনের টুকরো টুকরো মিস্টি স্মৃতির ঘটনা জোড়া লাগিয়ে একটি পরিপুর্ন ছোট গল্প।
ফাগুন তো নদীকেও পন্ডিত বানিয়ে ফেললো।
কল্পনায় এমন কথার ফুল দিয়ে এত সুন্দর মালা কিভাবে তৈরি করেন!
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
গল্প সাজাতে ভালো লাগে, আপনাদের ভালোলাগা গুলোকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাই।
ধন্যবাদ, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
বাপরে খাওয়ার বিশাল আয়োজন পেলাম মনে হয় ! ফুচকা, ভাপা পিঠা সবই আমার খুব প্রিয়। লোভ লেগে গেল যে আপু তাড়াতাড়ি পার্সেল করেন। চমৎকার কথোপকথন দুষ্টু, মিষ্টি। শুভ কামনা রইলো অহর্নিশি
সাবিনা ইয়াসমিন
একদিন দেখা করে দুজনে মিলেই সব খেয়ে নিবো ইনশাআল্লাহ 🙂
অনেক ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
ভালো লাগলো
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
বৃষ্টি নামে ভালোবাসায়।
বৃষ্টি সন্ধ্যায় ফুচকা আর ভাপাপিঠা বেশ জম্পেশ।
হেমন্ত প্রস্থানে গিয়ে ফাগুন আসুক !
খুবি ভালো লাগলো পড়ে,দিদি।
সাবিনা ইয়াসমিন
হেমন্ত যখন এসে গেছে ফাগুনের আসতেও দেরি হবে না 🙂
নতুন লেখা দিও।
শুভ কামনা 🌹🌹
সাখাওয়াত হোসেন
দারুণ গল্প। আলুভাজার সাথে কখনো ফ্রেঞ্চকিস খাইনি!
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, ছোট মন্তব্য তবে হাসলাম। গল্পের সবকিছু কিন্তু সত্যি হয় না, গাল-গল্প ছাড়া গল্প হয়ও না 🙂
ধন্যবাদ এবং শুভ কামনা দিচ্ছি। ভালো থাকুন 🌹🌹