bristi                         ছবিটা আমার প্রিয়তার শেষ বিদায়ের রুপ।

বৃষ্টির সাথে কথা কাটা-কাটি
বাতাসের সাথে অভিমান,
সাগরের সাথে ঢেউ খেলা-খেলি
জীবনের সাথে বহমান।

আকাশের বুকে নীল ছড়া-ছড়ি
সুখ পাখিরা চলমান,
রঙ্গিন ঘুড়িরা করে উড়ো-উড়ি
হঠাৎ সুতোর টান।

ফুলের বনে মৌমাছিদের ভাল’বাসা-বাসি
করে মধু পান,
প্রিয়তার সাথে হলো ছাড়া-ছাড়ি
নেই যে পিছুটান।

আজ আমার প্রিয় বৃষ্টি আমাকে ভিজিয়ে দিয়েছে খুব ভোরে, ভেবেছিলাম ফিরে এসেছে আবার সে এই জীবনে, কিন্তু সিঁড়ি ভেঙ্গে এসেও নিয়েছে সে তখনি বিদায়, তাই তার সাথে আবার আমার হল ছাড়াছাড়ি।

তাতে কি চলুক উন্মাদের উন্মাদীয় জীবন এলোমেলো, পিছুটানহীন।

 

৮৮২জন ৮৮২জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ