
তাড়াহুড়ো লোভনীয়তায় তোমার জন্ম হয়নি;
হয় পুড়তে হয়, না’হয় কাউকে পুড়াতে হয়।
নীল বৃত্তে সেদিন ঘোর লাগানো মহাবিশ্ব
ব্যাসার্ধ ঘিরে আমরা-পরস্পর ভুল জ্যামিতির সংজ্ঞা ?
অথচ কোনোদিন আমার নীল নকশা
পূর্ব নির্ধারিত বৃষ্টির ছবি সঞ্চয় করে
কল্পিত বিন্দুতে তোমার কথোপাদ্য মুখস্থ করেনি।
ভুলে যাওয়া হঠাৎ-ওপাশ থেকেই আড়াআড়ি
একগুচ্ছ ডিজিট আছড়ে পড়ে এপাশে
উদ্দেশ্য প্রণোদিত সেই অবহেলার পর
ডিজিটগুলোই এখন অনিচ্ছুক কথা শুনে ওপাশে।
বীজগণিতের প্রমাণিত সমাধানের মতো আজো
বামপাশ ইকু্য়্যাল টু ডানপাশ
ডানপাশ ইকুয়্যাল টু বামপাশ
শুধু আমি- বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়
বারবার উদ্দেশ্য প্রমাণিত অবহেলিত সমাধান।
নেত্রকোনা, ময়মনসিংহ
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
চমৎকার!
—
বীজগণিতের প্রমাণিত সমাধানের মতো আজো
বামপাশ ইকু্য়্যাল টু ডানপাশ
ডানপাশ ইকুয়্যাল টু বামপাশ
শুধু আমি- বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়
বারবার উদ্দেশ্য প্রমাণিত অবহেলিত সমাধান।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍
তৌহিদ
বীজগণিতের প্রমাণিত সমাধানের মতো আজো
বামপাশ ইকু্য়্যাল টু ডানপাশ
ডানপাশ ইকুয়্যাল টু বামপাশ
শুধু আমি- বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়
বারবার উদ্দেশ্য প্রমাণিত অবহেলিত সমাধান।
দারুন লিখেছেন নাজমুল। এইতো চাই।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😍
সঞ্জয় মালাকার
চমৎকার লিখনী দাদা,,
বীজগণিতের প্রমাণিত সমাধানের মতো আজো
বামপাশ ইকু্য়্যাল টু ডানপাশ
ডানপাশ ইকুয়্যাল টু বামপাশ
শুধু আমি- বুদ্ধিদীপ্তি তোমার গ্রীবায়
বারবার উদ্দেশ্য প্রমাণিত অবহেলিত সমাধান।
ভালো লাগলো খুব।
শুভ কামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
আমি অংকে বরাবরই কাঁচা, তার উপরে আনা হয়েছে বীজগণিতের সুত্র!! মাথায় একদম প্যাঁচ লেগে গেছে। লেখাটা একটু বুঝিয়ে দেয়া যায় কি ?
নাজমুল হুদা
অবশ্যই আপু বলা যাবে।
আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পারি বলছি। কবিতা এরকমেই এর ভিতর পুরোপুরি স্পর্শ করা যায় না। কবিতা মানে চিত্রকল্প আর এই কবিতাটি একটি সময়ের চিত্রকল্প।
আমার এই কবিতায় তুলে ধরেছি-
অচেনা একজন মানুষ যখন খুব চেনা একজন মানুষকে বেশি বেশি প্রাধান্য দেয় তখন সেই প্রাধান্যতাকে ইচ্ছে করে অবহেলা চেনা মানুষটি।
আবার যখন চেনা মানুষটি অচেনা মানুষটি দিন দিন চিনে প্রাধান্য দিতে শুরু করে তখন চেনা মানুষটির মনে একটি ভুল ভাবনা জন্ম হয় , হয়ত সেও এখন তাঁকে ইচ্ছে করে অবহেলা করছে।
কিন্তু প্রক্রিয়াটি প্রতিটি সম্পর্কেই কাজ করে বীজগণিতের মতোই।
ধন্যবাদ আপু 😍 ভালো থাকবেন সবসময় এবং সবার জন্য দোয়া করবেন।
জিসান শা ইকরাম
বুঝিয়ে না দিলে কবিতাটি বুঝতামই না আমি।
সাবিনা ইয়াসমিন
তোমার উপলব্ধ ভাবনা ,আর প্রকাশ ভঙিতে মুগ্ধ হতে বাধ্য হলাম। কেমন করে বীজগণিতের সুত্র মিলিয়ে দিলে !! আরও লিখো, অংক না জানলেও সমস্যা নেই, বুঝিয়ে দিতে তোমাকেই ডাকবো।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
ব্যাখ্যাটি আমারো ভালো লেগেছে নাজমুল ভাই।
নাজমুল হুদা
ধন্যবাদ প্রিয় সবাইকে।
অবশ্যই আমার লেখা না বুঝলে প্রশ্ন করবেন ।
আরজু মুক্তা
পীথাগোরাসের থিউরি এ্যাপ্লাই করতে পারেন।।
যদি সমাধান হয়!!
জিসান শা ইকরাম
কবিতা তেমন বুঝিনা, উপরের মন্তব্যের জবাবে বুঝিয়ে না দিলে বুঝতাম না।
কবিতা বুঝতে হলে, কবির মন বুঝতে হবে, তার চিন্তায় কি খেলা করে তা বুঝতে হবে।
দেখা যাক কবিকে কতটা বুঝতে পারি।