দেরাজের কোনে পরে থাকা একা নীল খাম –
তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ
তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।
কোনের আধাঁর জুড়ে পরে থাকা মৃত কাঠগোলাপের ঝাড় –
তার কন্টকময় শরীর জুড়ে আবছায়া সুখস্মৃতি, বেদনা
আর বুকের ভেতর বিস্তীর্ণ অতীত ; আবছা নীল আকাশ।
সিঁড়ির মুখে বসে নিস্তব্ধতায় ডুবে থাকা বিষন্নতা –
তার বুকের ভেতর অর্ধেক জীবনের হাহাকার।
ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি
এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,
এইসব টের পাই, চোরাস্রোতের মতোন –
ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী।
”আমি যে তোমার অন্তর্যামী সে কিন্ত এমনিতেই নই, তুমি আমায় ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী – বিবেকানন্দ”
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
তার বুকের ভেতর জমে থাকা রোদ্দুর, মেঘ
তার শরীর জুড়ে জমে থাকা ধূলো ; অবসাদ।
রদ্দুর আবার মেঘ ভয় লাগে
এইসব টের পাই, চোরাস্রোতের মতোন –
ভালোবাসো বলেই আমি তোমার অন্তর্যামী। /……………। আমি মুগ্ধ।
আগুন রঙের শিমুল
রোদে আর মেঘের লুকোচুরি চলে বুকের ভেতর, আলো অন্ধকারের মতো, ভয় কি ভাই 🙂 নির্ভয় ভবঃ
অনিকেত নন্দিনী
কাঠগোলাপের নাম শুনলেই মনে হয় বিষণ্ণ কোনো বিকেল 🙁
আগুন রঙের শিমুল
হু একটা বিষণ্ণ বিকেল ….
অতিদ্রুত অপসৃত রোদালো ভাদ্র মেঘ,
আর ফু দিচ্ছে হাওয়ারা ; নামছে বিকেল
প্রহেলিকা
ভালোবাসার ঘোলাটে আয়নায়, বিলীয়মান মুখ দেখি
এবং চারপাশ ভরাট করে থাকা শুন্যতায় মিশে থাকি আমি,
যেন আমার নিজেরই কথা।
কিছু কিছু চরণ ভাবনার খোরাক যোগায়, বেশ লাগলো কবিতাটি, শব্দের বুনন খুব সুন্দর নিজের অজান্তেই ভালো লেগে যায়।
আগুন রঙের শিমুল
আমরা একই নদীর জলে ভিজি, প্রিয় প্রহেলিকা … কেবলমাত্র ঘাট বিভিন্ন হবার কারণে আমাদের দেখা হয়না 🙂
নীহারিকা
অন্তর্যামী হতে পারা বিরাট ভাগ্যের ব্যাপার।
আপনি ভাগ্যবান।
আগুন রঙের শিমুল
হ্যাঁ, আমি ভাগ্যবান।
তবে কিনা, ভাগ্য আমাকে বানিয়েছে এক পরিযায়ী বুনোহাঁস 🙂
তেলাপোকা রোমেন
বিষন্ন রোদ্দুরমাখা নীলখামে মৃত কাঠগোলাপ
-খুব ছুঁয়ে গেছে।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ সান ইন ল (3
জিসান শা ইকরাম
নীল খাম, নীল আকাশ, অবসাদ, হাহাকার, বিষণ্ণতা- সবকিছুই অন্তর শূন্যতার প্রতীক হয়ে এসেছে,
বিষণ্ণ লেখাগুলোই কি ভাল হয় সব সময়?
আগুন রঙের শিমুল
দাদা,
রোদের বুকের ভেতর ক্ষত
তাই, নিজের সাথেই যুযুধান ; অবিরত।
নীলাঞ্জনা নীলা
বেশ কয়েকটি লাইন মনকে এতো বেশী ভাবায়। আর সম্পূর্ণ কবিতা সে কথা আর কি বলবো!
মনে থাকার মতো লেখা আপনার।
অসাধারণ!
আগুন রঙের শিমুল
আপনার মতো ব্লগার যেকোন ব্লগের জন্য সম্পদ নীলাঞ্জনা নীলা। একনিষ্ঠ ব্লগার 🙂 আমার মতো ফাকিবাজ নাহ 😀 আপনার পাঠ পর্যালোচনা মন্তব্য সব সময়ই বেশ উপভোগ করি -{@
নীলাঞ্জনা নীলা
এবারে একটু বেশী না, অনেক বাড়িয়ে বললেন। আসলে আপনার কবিতা আমার ভালো লাগে।
বিষণ্ণ, কিন্তু সুন্দর।
ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। 🙂
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর।
আগুন রঙের শিমুল
থেঙ্কিউ 🙂