আমার তো এক জীবনই লম্বা লাগছে, আপনি দ্বিতীয় জীবন পেয়ে গেছেন 🙁
রাতে ঠিকমতো না ঘুমালেই এইসব বিষন্নতা গ্রাস করে, বুঝেছেন? তাত্তারি ঘুমায় যাইবেন।
আর জিসান ভাই কইছে, দুজনেই একসাথে উধাও হয়ে যায়েন। 😀
না ভাই মোগো ছাইড়া যাইয়েন না….. দারুণ নিশব্দের কবিতার ছন্দ
আমাদের দ্বিতীয় জীবন
একে অপরে –
আমাদের মৌনতা ছুঁয়ে
বিষন্নতা মাখা শব্দরাজি
গলে গলে পরে। -{@ (y)
১৪টি মন্তব্য
ইঞ্জা
চমৎকার লিখেছেন ভাউ।
আগুন রঙের শিমুল
ধইন্যা ভাউ 🙂
ইঞ্জা
হ ভাউ -{@
জিসান শা ইকরাম
উধাও হলে দুজনেই একসাথে উধাও হয়ে যায়েন,
একই নক্ষত্রের নীচে যেহেতু,
আগুন রঙের শিমুল
দুয়া রাইখেন দাদা 😀
একই নক্ষত্রের নীচে হৈলেও লাভ নাই মুনেয়, আমার একলার ইচ্ছায় হবেক লায় 😀
শুন্য শুন্যালয়
আমার তো এক জীবনই লম্বা লাগছে, আপনি দ্বিতীয় জীবন পেয়ে গেছেন 🙁
রাতে ঠিকমতো না ঘুমালেই এইসব বিষন্নতা গ্রাস করে, বুঝেছেন? তাত্তারি ঘুমায় যাইবেন।
আর জিসান ভাই কইছে, দুজনেই একসাথে উধাও হয়ে যায়েন। 😀
আগুন রঙের শিমুল
হেহে ঘুমের অভাবে চোখের তলায় হাসের পা দেখা যাচ্ছে 😀
বললেই যদি যাইতো , আহা আপ্নের আর জিসান্দার মুখে ফুলচন্দন পরুক
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
না ভাই মোগো ছাইড়া যাইয়েন না….. দারুণ নিশব্দের কবিতার ছন্দ
আমাদের দ্বিতীয় জীবন
একে অপরে –
আমাদের মৌনতা ছুঁয়ে
বিষন্নতা মাখা শব্দরাজি
গলে গলে পরে। -{@ (y)
আগুন রঙের শিমুল
না যাবনা , ভালোবাসা ভাই (3
মোঃ মজিবর রহমান
একই নক্ষত্রের নীচে তবু …..
থাইকেন একই নক্ষত্রের মাঝে, গল্পের ফুল ঝুড়ি নিয়া
আগুন রঙের শিমুল
একই নক্ষত্রের নীচে তবুও দূরত্ব অপার 🙂
মোঃ মজিবর রহমান
থীক তাই দুরত্ব অপার।
নীলাঞ্জনা নীলা
ঘুম বাবাজি এভাবে বিরক্ত করছে বলেই তো পেয়ে গেলাম কবিতা।
জীবনানন্দীয় ঢঙে লেখা বলেই আরোও বেশী ভালো লেগেছে আপনার কবিতা।
আগুন রঙের শিমুল
ঘুমের দোষ নাই , আমিই বাদুড় স্বভাব 😀
ধন্যবাদ