বিশ্বাস একদিন নাস্তিক ছিলো

নাজমুল হুদা ১৪ নভেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৯:৩৩:৩৪পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য

একবার পৃথিবীর গর্ভে বিশ্বাস জন্মে ছিলো
তাঁর ভুখন্ড ছিলো,পক্ষ ছিলো,বিপক্ষ ছিলো
পোড়া মাটির মতো প্রসিদ্ধ ইতিহাসও ছিলো।

বিশ্বাস নাস্তিক ছিলো পরীক্ষা করেছিলাম
কখনও তুমি কখনও আমি
কখনও আমি কখনও তুমি- তাঁর ছিলাম।

একবার তৃতীয় পক্ষ বিশ্বাস দাবি করে ছিলো
আমরা তৃতীয় পক্ষকেও বিশ্বাসের অজুহাতে
স্বৈরাচারী শাসকের মতো ইচ্ছামত শোষণ করি
কাক ও কোকিলের মতো আষ্টেপৃষ্ঠে শুঁয়ে থাকি

এরপর-
আমি বিশ্বাস করি না তোমাকে
তুমি বিশ্বাস করো না আমাকে
যেন পলি মাটির গর্ভে আমরা পরস্পরের খাদক
এভাবেই অপ্রাপ্ত বিশ্বাস যৌবনে বিক্রি হয়ে যায়।

নেত্রকোনা, ময়মনসিংহ।

৫৬৩জন ৪৬৯জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ