
একবার পৃথিবীর গর্ভে বিশ্বাস জন্মে ছিলো
তাঁর ভুখন্ড ছিলো,পক্ষ ছিলো,বিপক্ষ ছিলো
পোড়া মাটির মতো প্রসিদ্ধ ইতিহাসও ছিলো।
বিশ্বাস নাস্তিক ছিলো পরীক্ষা করেছিলাম
কখনও তুমি কখনও আমি
কখনও আমি কখনও তুমি- তাঁর ছিলাম।
একবার তৃতীয় পক্ষ বিশ্বাস দাবি করে ছিলো
আমরা তৃতীয় পক্ষকেও বিশ্বাসের অজুহাতে
স্বৈরাচারী শাসকের মতো ইচ্ছামত শোষণ করি
কাক ও কোকিলের মতো আষ্টেপৃষ্ঠে শুঁয়ে থাকি
এরপর-
আমি বিশ্বাস করি না তোমাকে
তুমি বিশ্বাস করো না আমাকে
যেন পলি মাটির গর্ভে আমরা পরস্পরের খাদক
এভাবেই অপ্রাপ্ত বিশ্বাস যৌবনে বিক্রি হয়ে যায়।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১৪টি মন্তব্য
অনন্য অর্ণব
অসাধারণ… মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। জাস্ট এক্সিলেন্ট এটাই বলবো।
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞 অনুপ্রাণিত 👤
জিসান শা ইকরাম
এই কবিতাটি একটু বেশীই ভাল লেগেছে ছোট ভাই।
শুভ কামনা।
নাজমুল হুদা
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 💞
নৃ মাসুদ রানা
কাক ও কোকিলের মতো আষ্টেপৃষ্ঠে শুঁয়ে থাকি
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞
এস.জেড বাবু
তৃতীয় পক্ষকেও বিশ্বাসের অজুহাতে
স্বৈরাচারী শাসকের মতো ইচ্ছামত শোষণ করি
ভাল লেগেছে নাজমুল ভাই
চমৎকার
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া 💞💞
সুরাইয়া পারভিন
প্রত্যেকটি লাইনে অনবদ্য। চমৎকার উপস্থাপন
শব্দচয়নও দুর্দান্ত
আমি বিশ্বাস করি না তোমাকে
তুমি বিশ্বাস করো না আমাকে
যেন পলি মাটির গর্ভে আমরা পরস্পরের খাদক
এভাবেই অপ্রাপ্ত বিশ্বাস যৌবনে বিক্রি হয়ে যায়।
সত্যিই যেনো তাই
নাজমুল হুদা
ধন্যবাদ আপু 💞💞
শফিকুল ইসলাম
অসাধারণ একটি কবিতা পড়লাম।
কলম চলুক….
নাজমুল হুদা
ধন্যবাদ ভাইয়া ।
দোয়া করবেন যেন চলে 💞
শিরিন হক
ভালোর শেষ নেই এটাও তেমন ভালো কবিতা
নাজমুল হুদা
আপু অফুরন্ত ধন্যবাদ 💞