বাসে একটি মেয়ে…

ব্লগার রাজু ২৭ মার্চ ২০১৪, বৃহস্পতিবার, ১০:০৭:২০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

অনেক ঠেলাঠেলি করে মেয়েটা বাস এ উঠল
কিন্তু বাসে উঠার সময় মেয়েটার ওড়নার এক অংশ
বাসের গেটেই রয়ে গেল, অনেক কষ্টে টেনে মেয়েটা
ওড়না নিজের বুকে জড়িয়ে নিল।

মেয়েটি বাসের ঠিক মাঝখানে এসে দাঁড়াল।
আমি ঠিক ৩ সিট পেছনে ছিটে বসে ছিলাম
আমার পাশে যারা দাঁড়িয়ে ছিল, তাদের তাকানোর
ভঙ্গি দেখে আমি আবার মেয়েটির দিকে তাকালাম।

দেখলাম, মেয়েটির অন্তর্বাস এর ফিতা বের হয়ে
প্যাঁচিয়ে গেছে, মেয়েটির সাথেই দাঁড়িয়ে ছিল ২ টি মেয়ে
তারা ঐ দৃশ্য দেখে মুখে হাত দিয়ে হাসছে।

বাসের ছেলে, মেয়ে, বুড়ো, সবাই মেয়েটির ঐ দিকেই
লুকিয়ে লুকিয়ে দেখছে। যেহেতু বাসে অনেক ভিড়, তাই
হয়ত মেয়েটি বুঝতে পারছে না কারো চোখের ভাষা।

আমি সিট থেকে উঠে গেলাম এবং মেয়েটির ঠিক পাশে
দাঁড়িয়ে আস্তে করে বললাম,
“আপু আপনার কাপড় ঠিক করেন”

বলেই আমি সরে চলে আসলাম। মেয়েটি একটু লক্ষ
করেই দ্রুত ঠিক করে নিল, মেয়েটি অনেক ফর্সা ছিল।
আমি ওর মুখের দিকে দেখলাম, লজ্জায় একদম লাল
হয়ে গিয়েছেল মেয়েটি।

ঐ ২ টি মেয়ের কি উচিত ছিল না, মেয়েটিকে বলা
হায়রে নারীর ধর্ম, ছি লজ্জা লাগে মেয়েদের এসব
মানসিকতা দেখে (!!!)

৬৪৭জন ৬৪৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ