
ওগো প্রিয় বাংলা মা আমার
জড়িয়ে রেখেছ যত্নে আঁচলে তোমার,
চুমু দিয়ে ভাসিয়েছ আনন্দ জোয়ার
চোখ রাঙ্গায় সাধ্য আছে কাহার?
ঝড়, ঝঞ্ঝা আসুক যত করে চুরমার
দূরে ঠেলে দিয়েছ সব অন্যায় আবদার,
শক্তিতে দুর্বার, হাতে নিয়ে তলোয়ার
দিয়ে হুংকার, দেশ মুক্ত করেছ রাজাকার।
দিয়েছ স্বাধীনতার স্বাদ ঘরে সবার
শস্য-শ্যামল ভরা সবুজের সমাহার,
মাথা নত করে জানায় সম্মান বিশ্বদরবার
সেইতো আমার বাংলা মা, আমার অহংকার।
১১টি মন্তব্য
আরজু মুক্তা
আমার বাংলা আমি তোমায় ভালোবাসি।
সাখাওয়াত হোসেন
দেশের প্রতি ভালবাসা থাকুক অটুট। ধন্যবাদ আপু, ভাল থাকবেন ।
ফয়জুল মহী
একেবারে অন্য স্বাদের ছোঁয়া পেলাম.
. মুগ্ধতা একরাশ শুভেচ্ছা রইল
সাখাওয়াত হোসেন
অশেষ ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
স্বাধীনতার মূল চেতনা বর্তমানে ধুলায় লুটায়। বাংলাদেশ বর্তমানে পাকিস্থানের চেয়েও বড় মৌলবাদী দেশ হয়ে গিয়েছে।
পপি তালুকদার
দেশের প্রতি ভাষার প্রতি সত্যিকার চেতনা বোধ থাকা দরকার আমাদের সবার। দারুন চেতনা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে লেখার মাঝে।
ভালো থাকুন।
সাখাওয়াত হোসেন
দেশ ও দেশের মানুষকে ভালোবাসার মধ্যেই রয়েছে আসল শান্তি।
ধন্যবাদ আপু ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
দেশপ্রেমের বড় অভাব পরিলক্ষিত হচ্ছে তারচেয়েও বেশী অভাব মানবতার, আদর্শের। কবিতাটি অসাধারণ লেগেছে আমার কাছে। মায়ের আঁচলে , আদরে জড়িয়ে থাক সন্তানেরা। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাখাওয়াত হোসেন
ঠিক বলেছেন আপু, মানবতা, আদর্শ আজ প্রশ্নবিদ্ধ। সমগ্র বিশ্বে শান্তির সুবাতাস বয়ে যাক। আর শান্তির জন্য সকল হৃদয় হয়ে উঠুক চির বসন্ত রূপে। ধন্যবাদ আপু, ভাল থাকবেন।
উর্বশী
শস্য- শ্যামল ভরা সবুজের সমাহার,
সেইতো আমার বাংলা মা,আমার অহংকার।
কিন্তু এই অহংকার কি আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পেরেছি কি? তবুও আশাবাদী মানুষ হিসেবে চাই সব কিছু শান্তির বার্তা নিয়ে চির সবুজে ভরে থাকুক।
সাখাওয়াত হোসেন
আমরা আশাবাদী সবুজের বুকে শান্তি বিরাজ করবে। ভাল থাকবেন আপু।