
১/বাংলা তুমি বাঙালীর প্রাণ
তুমি বাঙালীর স্বাধীনতা, জয় বাংলার স্লোগান!
বাংলা তুমি কারে ভাসাও
তোমার বুকের উপর,
কারে হাসাও কারে কাঁদাও
করে দেশান্তর!
বাংলা তুমি জন্মভূমি
স্হান হীন মানবে প্রাণ,
সূর্য উঠার ভাবে তুমি
দিন মানবে গান!
বাংলা তোমার বুকে নদী গুলো
করছে নিয়ম ভেঙে খেলা,
বাস্তুহারা করছে মানুষ
দেখিয়ে শক্তির খেলা।
বাংলা তোমার বুকেউপর
ভাসে অশ্রুজল,
তোমার বুকে মাথা গুজার
নেই-যে কোন স্হাল!
বাংলা তোমার বুকে উপর
দিন মানবে গান,
জয় বাংলা জয় বাংলা তুমি
মুক্তির অবদান।
২/ চৈত্র,,
তুমি আসছ বুঝি মহাজনের ধারে
হিসেবের দায় বইতে,
আমি তো গরীব চাষা
তুমি আসলেই বাঁচে!
চৈত্র তুমি হিসেবে করে
গরীব মারো ভাতে,
মহাজনের কাছে যাও সুদের ধার ধরতে!
চৈত্র তুমি এসেছ বুঝি
অভাবের সংসারে,
লাভের অংকে চোখে কষে!
চৈত্র তুমি এসেছ বুঝি মহাজনের ধারে,
সুদের হিসেবে কষে
গরীব মারার কৌশলে!
গোপনে আসছ তুমি লুকিয়ে
রয়ে যাও অচেনা গরীবের দুয়ারে।
সঞ্জয় মালাকার //
১৯টি মন্তব্য
কামাল উদ্দিন
বাংলা তুমি জন্মভূমি
স্হান হীন মানবে প্রাণ,
সূর্য উঠার ভাবে তুমি
দিন মানবে গান!
আমার সোনার বাংলা মাগো আমি তোমায় ভালোবাসি………..
সারা বছরের দেনা পাওনার লাভ লসের হিসাব তো এ মাসে হবেই……..
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
কামাল উদ্দিন
শুভেচ্ছা আপনার প্রতিও রইল
সঞ্জয় মালাকার
,🌹🌹🌹🌹
ছাইরাছ হেলাল
মহাজনের হাত থেকে রক্ষা নেই, চৈত্র এলে।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন, শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
একটায় মিষ্টি দেশপ্রেম
অন্যটায় মহাজনের মহাজজ্ঞ
চমৎকার ছন্দে নিদারুন দুটি লিখা
অনবদ্য লিখনি
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধেদাদা, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
হালিম নজরুল
সুন্দর ভাবাবেগ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা।
নৃ মাসুদ রানা
চৈত্র তুমি হিসেবে করে
গরীব মারো ভাতে,
মহাজনের কাছে যাও সুদের ধার ধরতে!
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ প্রিয় দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
সুরাইয়া পারভিন
চৈত্র আসে কৃষকের পাওয়ার মাঝে না পাওয়া হয়ে
মহাজনের সুদের টাকা দিতে সর্বস্ব দিয়ে দিতে হয়।পাওয়ার আনন্দের চেয়ে হারানোর বেদনা হয়ে চৈত্র আসবে।
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
হুম ঠিকই বলেছেন,পাওয়ার আনন্দের চেয়ে হারানোর বেদনা হয়ে চৈত্র আসবে।
ধন্যবাদ আপু অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো।
তৌহিদ
ভালোবাসি বাংলাদেশ!! এর থেকে বেশি কিছু বলার নেই। ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালোবাসা চিরদিন চির সবুজের দেশ।
জিসান শা ইকরাম
দেশকে নিয়ে লেখা ভালো লেগেছে।
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা,
চাটিগাঁ থেকে বাহার
দু’টি কবিতাই ভালো লেগেছে। শুভ কামনা।