বাঁধন ছেঁড়ার পালা….

রিফাত নওরিন ১৭ ফেব্রুয়ারি ২০১৭, শুক্রবার, ১১:২৯:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

এম বি এ পাশ করে,পুরোপুরি দুইবছর বিভিন্ন ব্যাংকে আবেদন করার পর, অবশেষে আমার ভাইয়ের চাকুরীটা হলো৷
এ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার দুইদিন পরেই চাকুরীতে জয়েন করার জন্য সে আব্বার সাথে গেল ঢাকায়, যথারীতি, জয়েন করার পর তার পোস্টিং পেল খুলনার কাছাকাছি!!!
ছোটভাই আমার খুবই মন খারাপ করল, এত দূরে পোস্টিং হবে তা সে একটুও ভাবেনি৷

পোস্টিংয়ে যাওয়ার আগে দুই দিনের জন্য বাসায় আসলো সবার সাথে দেখা করার জন্য….বেচারা প্রচন্ড মন খারাপ করে ঘুরতেসে, ভালো করে কথাই বলছেনা কারো সাথে৷
আমি এপ্রান্ত থেকে ফোন করি, যতটুকু পারি তাদেরকে বোঝানোর চেষ্টা করি৷
এইদিকে লুকিয়ে নিজে যে কতবার কান্না করি, তা আর নাইবা বললাম৷

ছোট ভাইটি আমার- আমাদের দুবোনের পর যখন ভাইটি হলো আম্মা-আব্বা তো মহাখুশি, সবেধন নীলমনি আমাদের৷
সে যেমন আমাদের পুতুল খেলার সঙ্গী ছিলো, তেমনি আমরাও ছিলাম তার প্রথম ক্রিকেট খেলার সঙ্গী৷

একসময় ভাইটি বড় হলো, পড়াশোনায় বরাবরই ভালো স্টুডেন্ট সে৷ মনেপড়ে সে আজ থেকে এগার বছর পূর্বে যখন এ-প্লাস পেল মেট্রিকে, আমাদের পুরো ঘরজুড়ে ছিল খুশির বন্যা৷ তখনকার এ-প্লাস তো এখনকার মতো, এতবেশী কেজিতে বিকোতো না৷

আব্বা তাকে সবসময় শাসনের মধ্যে রাখত, বলত ছেলে মানুষদের একটু শাসনের মধ্যে রাখতে হয়৷
মেয়ে ছিলাম বলে আব্বার থেকে যে সুবিধাগুলো আমরা পেতাম, ছেলে হিসেবে তা সে কখনোই পায়নি৷
তবুও তার কোন অনুযোগ ছিলনা কারো উপর, অল্পতেই সে সন্তুষ্ট থাকত, এমনকি জীবনেও আমার কাছে আবদার করে কখনো বলেনি আপু আমার জন্য এটা আনো৷

সপ্তাহখানেক পূর্বে সে যেদিন, এ্যাপয়েন্টমেন্ট লেটার পেল…
এখানে তখন মধ্যরাত, তবুও আম্মাকে ফোন দিই- ফোনের দু-প্রান্তে আমাদের মা-মেয়ের সে কি কান্না৷
অনেক সুখের কান্না আমাদের!!
মধ্যবিত্ত পরিবারে ছেলেদের চাকুরী হওয়া যেন, আকাশের চাঁদ হাতে পাওয়া৷
ভাইটার প্রচন্ড মন খারাপ.. আমি যখন তারে বলি, তোকে
আসতে হবে না, সবাই যাবে তোকে দেখতে, সে বলে না আপু পদ্মা পাড় হয়ে এত কষ্ট আম্মারা করতে পারবেনা, আমিই আসব…ছুটি হলেই আসব৷

আমি ভাবি- চাকুরী হওয়ার পর, এক লহমায় ভাইটা আমার অনেক বড় হয়ে গেল, কত কিছু বোঝে সে এখন…..
মায়ের আঁচলের ছায়ায় থাকা, সেই ছোট্ট মানুষটি নেই আর, ডানা মেলে এবার তাকে ছুটতে হবে, সামনে এগুতে হবে, নিজেকে শক্ত করতে হবে৷

সে বেশ বুঝতে পারে- ভালোবাসা আর মায়ার যে বাঁধনে সে বাঁধা ছিলো, এবার বুঝি তার বাঁধন ছেঁড়ার পালা!!!!

 

রিফাত নওরিন
আটলান্টা, যুক্তরাষ্ট্র!!!

৪৫২জন ৪৫২জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ