হাজার প্রশ্ন মনে, স্তব্ধ মুখ ।
এত বন্যা তবুও খরা, নেই তো সুখ !
দিশেহারা চাহনি,
প্রানে মেঘের খনি ।
হৃদ পক্ষে জড়তা, এত শব্দে কিসের নিরবতা ?
ভেঙ্গে যাচ্ছে আশা, মনে নেই ভালবাসা, আছে মলিন মুখ ।
এত বন্যা তবুও খরা, মনে নেই তো সুখ !! মনে নেই তো সুখ !!!
চেয়ে থাকি আকাশ পানে,
তাকে দেখি চাঁদের মাঝে ।
জুড়ায় এ চোখ ঢোলে পড়ে কল্পনাতে,
তবো মায়ার অনুভূতি নাই এই পৃথিবীতে ।
২১টি মন্তব্য
মোস্তাফিজুর খান
আমি ব্লগে নতুন,,,, অভিজ্ঞ কারো সাহায্য চাচ্ছি ।
সাবিনা ইয়াসমিন
আপনার কি ধরনের সাহায্য প্রয়োজন জানতে পারলে ভালো হতো। কমেন্টে জানান প্লিজ। আমরা চেষ্টা করবো সার্বিক সহায়তা দিতে।
সাবিনা ইয়াসমিন
কাঙখিত কামনা যদি অপূর্ন থাকে, তবে শত প্রাপ্তির মাঝেও নিজেকে অপূর্ন লাগবে। সুন্দর উপলব্ধি নিয়ে লিখেছেন।
সোনেলা ব্লগ পরিবারে আপনাকে স্বাগতম। নিজেকে এখানে প্রকাশ করুন অনন্য লিখনির মাধ্যমে। শুভ কামনা 🌹🌹
প্রোফাইলে নিজের একটি ছবি এড করুন প্লিজ। এতে আপনার ব্লগ সুদৃশ্য দেখাবে। 🙂
মোস্তাফিজুর খাঁন
মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । প্রোফাইলে নিজের ছবি যুক্ত করতে পারছি না ।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইজান
এই লিংকটি ক্লিক করলে সব জেনে জানেন তারপরও যদি না হয় তবে ব্লগ কর্তৃপক্ষতো আছেই আপনাদের সেবায়।
https://sonelablog.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%97%e0%a7%87-%e0%a6%9b%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87/
শামীম চৌধুরী
চেয়ে থাকি আকাশ পানে,
তাকে দেখি চাঁদের মাঝে ।
জুড়ায় এ চোখ ঢোলে পড়ে কল্পনাতে,
তবো মায়ার অনুভূতি নাই এই পৃথিবীতে ।
বাহ। চমৎকার।
মোস্তাফিজুর খাঁন
আপনাদের লিখা পড়ে খুব ভালো লাগে ।
আপনার মন্তব্যে আমি খুব খুশি হয়েছি ।
মনির হোসেন মমি
সব কিছুই আছে তবুও কি যেন কি নেই।চমৎকার কবিতা নিয়ে এলেন সোনেলায়।অভিনন্দন 🌷🌷
আমাদের সোনেলা গ্রুপ পেইজ আছে সেখানেও আপনি ব্লগ সংশ্লিষ্ট যে কোন প্রশ্ন রাখতে পারেন।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।
ইঞ্জা
আপনাকে স্বাগতম সোনেলার উঠোনে, আপনি আপনার মনের মাধুরি মেখে আপনার ম্মনের কথা লিখুণ সবসময় এবং সোনেলার সবার ভালোবাসা কুড়ান এই কামনা রইলো।
লেখাটি মুগ্ধ করলো ভাই। 😊
মোস্তাফিজুর খাঁন
মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
দোয়া করবেন ।
ইঞ্জা
শুভেচ্ছা আপু
ইঞ্জা
ভাই★
নিতাই বাবু
আপনার লেখা কবিতা পাঠে মুগ্ধ। শুভেচ্ছা জানবেন।
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ । ♥
আরজু মুক্তা
প্রথমেই মুগ্ধ হলাম কবিতা পড়ে।
সুস্বাগতম সোনেলায়
মোস্তাফিজুর খাঁন
লজ্জা পাইয়ে দিলেন,,, আপনাদের থেকে শিখতে এসেছি,,, দোয়া করবেন ।
জিসান শা ইকরাম
সোনেলায় স্বাগতম,
আপনি প্রথম মন্তব্যে সাহায্যর কথা বলেছেন। কি ধরনের সহযোগিতা প্রয়োজন জানান মন্তব্যে। কেউ না কেউ উত্তর দেবে।
প্রফাইল ফটো ১০০ কেবির মধ্যে হলে আপলোড করতে পারবেন। মন্তব্যে মনির হোসেন মমি একটি লিংক দিয়েছেন, পড়ুন ওটি।
শুভ ব্লগিং।
মোস্তাফিজুর খাঁন
ধন্যবাদ
তৌহিদ
সোনেলার ফেসবুক গ্রুপে এড হয়ে যাবেন প্লিজ। যে কোন সাহায্যের জন্য আমরা আছিতো।☺
প্রথমেই সুন্দর একটি কবিতা নিয়ে এলেন। ভালো লাগলো। সোনেলায় প্রথম লেখাটি নিজেই পোষ্ট করতে পেরেছেন দেখে ভালো লাগলো।
আর হ্যা সোনেলার নীতিমালা ভালো করে পড়বেন কিন্তু। লিখুন আপনার মতন করে।
শুভ ব্লগিং 🌹🌹
মোস্তাফিজুর খাঁন
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।