বন্ধু

মোঃ মজিবর রহমান ৬ আগস্ট ২০১৭, রবিবার, ০৫:৩০:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

বন্ধু , সেইতো হয়

যেখানে হয় মনের মিল,

হয় সময়ে অসময়ে কাছে পাওয়া

নিজের স্বার্থকে তুচ্ছ মেনে

এগিয়ে যায় বন্ধুর দুর্দিনে।

শত দূরে থেকে থাকে মনে

শুধু আর্থিক সাহায্য নহে

জীবন সংগ্রামে, জীবন দিয়ে

যে বন্ধু , বন্ধুকে বুকে রাখে  আগলিয়ে

সেই প্রকৃত বন্ধু, হৃদয় বন্ধু।

জন্ম হলেও যথা তথা

বন্ধু হলো সকলে সখা

জাত-বেজাত থাকেনা সেথা।

জয় হোক বন্ধুত্বের।

 

বন্ধু দিবসে সকল বন্ধুদের প্রতি রইলো শুভেচ্ছা।

 

৪৫৫জন ৪৫৫জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ