বন্ধন

মোঃ মজিবর রহমান ২৩ জুন ২০১৬, বৃহস্পতিবার, ০২:৪৩:১৬অপরাহ্ন একান্ত অনুভূতি ১৭ মন্তব্য

গেঁথেছ এক মিলনে
আমাদের জনে জনে
মনের টানে
সোনেলা বন্ধনে।

সোনেলা টানে
মনে আনে
সকল বর্ণ জনে
আপন টানে।

বন্ধন হয় প্রকৃতিতে
বন্ধন হয় জনে জনে
মনের টানে
সোনেলা নীড়ে।

৪৪৬জন ৪৪৬জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ