বঙ্গ ললনা,
ঐ ঘাটে আর যেয়ো না
যে ঘাটে খেয়ায় চড়ে মন মাঝিরা
আনন্দে শুধু ভূ ভূ বাজায়।
বঙ্গ ললনা,
ঐ খেয়া ঘাটে আর যেয়ো না
যে ঘাটে রমণীরা লাঞ্চিত হয়,
পুরুষ শাসিত সমাজে নারীর সম্ভ্রম
নগ্ন তদন্তের অধ্যায়ে তোমার জাতকে
ক্ষত বিক্ষতে করে,
যেয়ো নাকো আর সেই ঘাটে।
বঙ্গ ললনা,
তুমিই বলো না,
এই ঘূণে ধরা নগ্ন নরপংশু সমাজে
কেমন আছো তুমি,
পা দুটো তোমার ধর্মান্ধতায়
কঠিন নিয়মের শৃংঙ্খলে বাধা
তোমার চলা বলার স্বাধীনতায়
হায়না নামক নর পশুদের থাবা।
বঙ্গ ললনা
ঐ ঘাটে আর যেয়ো না
যেখানে দিনে রাতে উঠতে বসতে
তোমার কলংক ছড়ায়
লোলুপ্ত হায়নার জিহবায় নগ্নতার লালা জমায়
যেখানে মা জাতের মর্যাদার হানি ঘটায়
সেখানে আর যেয়ো না।
বঙ্গ ললনা
ঐ ঘাটে আর যোয়ো না
যাকে তুমি ভালবাসো
সেই তোমায় ঠকায়
যাকে তুমি আপন ভাবো
সেই তোমায় ভাবায়
বুঝে না কেউ,
তোমার মনের কথা
মানবে না কেউ,
পুরুষ সমান
তোমার অধিকারের কথা।
বঙ্গ ললনা
তুমিই বলো না
কতোটা সুখে আছো স্বাধীনত্তোর বাংলাদেশে
ঘৃণিত মুখগুলো ঘূড়ছে তোমারি চারিপাশে
বিষ দাতের বিষ ছড়াতে তোমার গর্ভে
যেমনটি ঘটেছিল ‘৭১ এ যুদ্ধে।
বঙ্গ ললনা
তুমি আর চুপ করে থেকো না
অস্ত্র ধরো কোমল হাতে
ধ্বংস করো সাহসের সঙ্গে
সকল অপমানের বদলা নিতে
রাজপথেও নামতে হবে।
বঙ্গ ললনা
বিস্বাস ভেঙ্গো না
জেগে আছে,জেগে উঠেছে তোমারি বংশধর
‘৭১এর ন্যায় হবে নিশ্চয়,পরাজয় পিচাসদের
নতুন প্রজম্মরা এনে দিবে ফের স্বাধীনতার
লাল সবুজ পতাকার পূর্ণ অধিকার।
অংকন:মমি
২১/০৪/১৫
১২টি মন্তব্য
জিসান শা ইকরাম
ঐ ঘাটে কেন যাবেনা?
অবশ্যই যাবে এবং নরপিশাচদের পরাজিত করবে।
সীমান্ত উন্মাদ
সবখানেই যাবে বঙ্গললনা। জিসান মামার সাথে একমত নরপিশাচদের পরাজিত করতেই হবে তাদের সবখানে গিয়ে।
আর আপনার কবিতার শেষ লাইনগুলিতে অনন্ত ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা জানিবেন নিরন্তর।
মোঃআয়নাল
ভালো লাগলো
রিমি রুম্মান
না যেতে যেতে বঙ্গ ললনা’রা একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে যাবে। এমনটি চাইনা। প্রতিরোধ চাই। ভালোলাগা রইলো কবিতায়।
স্বপ্ন নীলা
নারী পুরুষ সবাই মিলে গর্জে উঠতে হবে —- সময় এখনই — জাগো বাহে
ব্লগার সজীব
প্রতিরোধ একমাত্র পথ।
কৃন্তনিকা
বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে কবিতাটা…
শুন্য শুন্যালয়
বঙ্গ ললনার লাঞ্ছনার বিচার হবেনা, মিথ্যে আশ্বাসে এখন আর মন ভিজতে চায়না।
ভালো হয়েছে কবিতা।
খেয়ালী মেয়ে
চমৎকার লিখেছেন (Y)
বঙ্গ ললনা তুমি আর মিথ্যে স্বপ্ন দেখো না, এই সমাজ দেশ কখনোই তোমার নিরাপত্তা দিতে পারবে না, কখনোই তোমার প্রাপ্য সম্মান তোমাকে দিতে পারবে না, এটাই সত্যি–তুমি আর মিথ্যে স্বপ্ন দেখতে যেয়ো না………
লীলাবতী
প্রতিরোধ আর প্রতিবাদ হবে এখন হতে।ভালো লিখেছেন।
নীলাঞ্জনা নীলা
ভালো লিখেছেন কবিতায়।
মোঃ মজিবর রহমান
সকল অমঙ্গল মাড়িয়ে মানুষ ভাল হোক এই প্রত্যাশায় আছি সবাই সবখানে যাক নির্ভয়ে এই আশা রাখি।