ক্যাম্পফায়ার নিভে এলে –
হোসে কুরভোর তরল আগুনের বিষ
দ্বিগুণ হয়ে ওঠে অন্ধকারে।
ক্ষয়াটে চাদের পানে হাক ছেড়ে
বৃদ্ধ নেকড়ে খোড়লে ফিরে চলে।
কেউ কেউ ঘুমঘোরে অস্থির এপাশ ওপাশ,
নিটোল ঘুম জুড়েও দুঃস্বপ্নের বসবাস।
প্রত্যেকের ফেরার জায়গা আছে –
আগুন যাচ্ছে ফিরে অন্ধকারে,
খোড়লের কাছে বৃদ্ধ নেকড়ে
দুঃস্বপ্নের কাছে মায়া
প্রত্যেকেরই ফেরার জায়গা আছে ..
– আমি বসে থাকি জানালার মতো খোলা
ফেরার জায়গা ভুলে, ফিরে আসি দুরত্বের কাছে।
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সবাই আপন কেউ নয় কাছে
সবাই নিজের সবাই দুরত্বে
এই হয় মনে। আসলে আমরা কোথায় তা কি জানি?
ভাল লাগা রইল।
আগুন রঙের শিমুল
কেউই কারও না ভাই, নিজেই শুধু নিজের আপন 🙂
শুন্য শুন্যালয়
বাহ্ খুব সুন্দর। আগুনের ফেরার জায়গা যে অন্ধকারে এটা তো মাথাতেই আসেনাই। শীতকালে কিংবা চোরের ভয়ে জানলাও বন্ধ থাকার কথা, সে ক্ষেত্রে নিজেরও ফেরার জায়গা থাকে নিজের ভেতর।
আগুন রঙের শিমুল
হ, আগুন নিভে গেলে অন্ধকারের রাজত্ব চরাচরে 🙂
ইকরাম মাহমুদ
মানুষ নিজের পাপের ফলটা ভোগ করে পৃথিবীতেই। অন্যরকম সমাপ্তি। অনেকদিন পর সোনেলায় এলাম আর সুন্দর, পরিপাটি একটি লেখা পড়লাম
ইকরাম মাহমুদ
দুঃখিত, ভুল করে আপনার লেখায় মন্তব্য করে ফেলেছি।
আগুন রঙের শিমুল
:D)
ইকরাম মাহমুদ
মানুষ তার কর্মের ফল ভোগ করে পৃথিবীতেই। অনেকদিন পর এলাম সোনেলায় আর তোমার লেখা পড়লাম। অন্যরকম সমাপন।
ইকরাম মাহমুদ
মন্তব্যটি আনিসের লেখায় করার কথা ছিল।
জিসান শা ইকরাম
সবারই ফেরার জায়গা থাকে, তবে কারো কারো থাকেনা।
ভাল লেগেছে শিমুল ভাই।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ দাদা (3