
তুমি বলেছিলে কী চাই
বলেছিলাম, একটু ভালোবাসা,
তুমি বললে, আর কী চাই
বললাম, একটু আগলে রাখা,
তুমি বললে, আর কী চাই
পাশাপাশি বসে গল্প করা,
তুমি বললে, আর কী চাই
মধ্য দুপুরে একসাথে হাঁটা,
তুমি বললে, আর কী চাই
পূর্ণিমায় ছাদে বসে
তোমার প্রিয় কবিতা শোনা,
তুমি বললে, আর কী চাই
হেমন্তের সন্ধ্যায় নতুন ধানের গন্ধ নেয়া,
তুমি বললে, আর কী চাই
হারিয়ে যাওয়া কুড়িটি বছর
দিতে পারো আমায়।
প্রশ্নের ঝুরি গেল থমকে!
আমি ফিরে পেতে চাই
হারানো শৈশব, আমার ছেলেবেলা
যা ছিল সোনালী পালকে মোরা।
অতীত সেতো চুরি হয়ে গেছে বহু আগে
স্মৃতির গুহায় সাঁতরে বেড়াই
মনি মানিক্যের খোঁজে।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
হারানো দিন শুধু স্মৃতিতেই বিচরণ করে
ফিরে পাওয়া যায় না।
সুন্দর অনুভবে অনন্য সৃজন।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভূতি ছোঁয়ার ছবি আঁকা কবি আপু ভাল থাকবেন
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
ফিরিয়ে দেওয়া নেওয়া
মন ছুটে যাওয়া
কভু আসেনা ফিরে
শুধুই সৃতি জেগে থাকে।
অন্যন্য সৃজন আপনার সৃষ্টি।
হালিমা আক্তার
সেই জেগে থাকা স্মৃতি নিয়ে মানুষ এগিয়ে যায় সামনের দিকে। আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা অবিরাম।
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ
হালিমা আক্তার
ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মাছুম হাবিবী
দিনশেষে তার পাাশেই থাকা হোক
খুব সুন্দর লিখেছেন।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।