
আম খামু, জাম খামু
খামু মাল্টা পানিফল,
পেয়ারা বাঙ্গি আনারস খামু
শইল্লে বাড়ামু বল!
তাল খামু বেতফল খামু
খামু বুটিজাম কৎবেল,
ডালিম আতা বাদাম খামু
শইল্লে বাড়ামু তেল।
জলপাই খামু বেল খামু
খামু গোলাপজাম তেঁতুল,
আমড়া লেবু নাইরকেল খামু
করতাম নাতো ভুল!
আমরুজ খামু তরমুজ খামু
খামু পেঁপে কাঠবাদাম,
কলা লিচু কামরাঙা খামু
না থাউক কাজকাম!
আপেল খামু বেদানা খামু
খামু আঙুর কমলা,
গাব ডাব করমচা খামু
থাউক পয়সার ঝামেলা।
বড়ই খামু ডেউয়া খামু
খামু জাম্বুরা চিনাল,
পুতিজাম কাউফল কইতন খামু
নাইত আইজ-কাইল।
চালতা খামু শরিফা খামু
খামু সফেদা লটকন,
অরবড়ই আমলকী কাঁঠাল খামু
টাটকা খামু সর্বক্ষণ।
ছবি সংগ্রহ নেট থেকে।
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
কবিতায় দেশি ফলের মেলা দেখা যাচ্ছে। এমন কিছু ফলের নাম উল্লেখ করেছেন যেগুলো এখন সচরাচর পাওয়া যায় না। অনেক ফলের নাম আমাদের বাচ্চাদের কাছেও অজানা। হারিয়ে যাচ্ছে দেশি ফল। ফলের বাজার থেকে বেতফল, বুটিজাম, করমচা বিলুপ্তপ্রায়। #চিনাল নামের ফল চিনলাম না। এটা দেখতে কেমন? এর অন্যকোনো নাম আছে?
নিতাই বাবু
চিনাল ফল হলো হুবহু বাঙ্গি ফলের মতোই চিনাল ফল। তবে ছোট এবং লম্বাটে জাতকে চিনাল বলা হয়। ফুটি বেশ বড় আকারের হয়, কাচা ফল সবুজ, পাকলে হলুদ রঙের হয় এবং ফেটে যায়। ফলের বাইরের দিকটা মিষ্টি কুমড়ার মতো হালকা ডোরা কাটা খাঁজযুক্ত। খেতে তেমন মিষ্টি নয়, অনেকটা বেলে বেলে ধরনের।
ধন্যবাদ দিদি।
মোঃ মজিবর রহমান
ছন্দে গন্ধে দেশি ফলের গুণ
করিলেন বর্নণা ক্ষন।
নিতাই বাবু
মাথায় রাখবেন, দেশি ফলে বেশি মজা! তবে এখন ফরমালিন মুক্ত ফল পাওয়াটাই তো দুষ্কর!
মোঃ মজিবর রহমান
সত্য দাদা। পাওয়া যায়না।
রিতু জাহান
সফেদা আমরা বলি আঞ্চলিকভাবে ছবেদা
আমার খুব প্রিয় ফল।
গাছপাকা গাব এর স্বাদ এখনো মুখে লেগে আছে যেনো।
কোথায় পাব টাটকা ফরমালিন মুক্ত ফল আর?
তাই তো ছেড়েছি খাওয়া ফল।
ছন্দে ছন্দে ফলের গান,,
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞচিত্তে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিদি।
নার্গিস রশিদ
অনেক ফলের বর্ণনা । অনেক ফল অচেনা।
নিতাই বাবু
আরও তো অনেক অনেক ফলের নাম বাকি ছিলো, দিদি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
সৌবর্ণ বাঁধন
ছন্দে ছন্দে ফলের গান। অনেক অচেনা ফলের নামে সমৃদ্ধ। শুভকামনা।
হালিমা আক্তার
চমৎকার ফলের কবিতা। দেশি অনেক ফল হারিয়ে যাচ্ছে। ভালো লাগলো। শুভ কামনা।
নিতাই বাবু
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, দিদি।