‘ফটোগ্রাফার’

ইয়াসির রাফা ৫ জুলাই ২০১৬, মঙ্গলবার, ০৩:১৭:৫৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

তুমি আছো রাতের বিস্তৃত খোলা জানালায়,
মোমের আলোয় লুকোচুরি খেলায়।
তুমি আছো চট্ট মেট্টো ঘ’তে ফিরে যাওয়া পথে,
তুমি আছো কিশোরের ঘর্মাক্ত বুকে মুখ গুঁজে।

তুমি আছো অবশূন্যতায়, আছো মুগ্ধতায় ।
অন্য কারো বুকের বাম পাশে দাঁড়িয়ে ।
আর আমি ছবি তুলে যাই !
আমার বুকে সারা জীবন মাথা রাখতে কি
বেশি কষ্ট হত শুদ্ধা?

তুমি ছিলে অভ্যস্ততা, ব্যস্ততা ,ভালবাসি’র তীব্র যন্ত্রণা।
তুমি ছিলে আমার ছবির প্রথম মানুষটা।
আচ্ছা তুমি কি আমায় বুঝেছিলে?
নাকি চোখের পানিতে মেকাপ নষ্ট না
হওয়ার দিকেই তোমার সবটুকু চেতনা নিবিষ্ট ছিল?

‘এত বছর পর কেমন আছি জানতে চাচ্ছো
শুদ্ধা?’
আমি আছি স্মৃতি-বিস্মৃতির ফাঁকে এক
ফটোগ্রাফার ।

৮০২জন ৮০২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ