প্ল্যাটোনিক লাভ

খাদিজাতুল কুবরা ৬ জুলাই ২০২৪, শনিবার, ১০:৫৩:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ২ মন্তব্য

আমি কিন্তু আর বলিনা,

খুব দেখতে ইচ্ছে করছে,কই তুমি?

বলবো না আর!

মনে পড়লেই খুঁজি নিজেকে,

আমার ভেতরেই তোমাকে পুষি, ভালোবাসি!

যত্নে আগলে রাখি ত্বকের মত।

যেন ব্যাথা না লাগে, যেন অসময়ে ঘুম না ভাঙে।

জানো, অদ্ভুত প্রশান্তি আসে,

কোনো বাধা নেই, নেই সীমারেখা।

যতক্ষণ ইচ্ছে কথা বলতে পারি,

হাসতে পারি, ভেঙচি কাটতে পারি,

বুকে মাথা ঠেকিয়ে অঝোরে কাঁদতে পারি।

দুষ্টমি, খুনসুটি সবই সম্ভব এই পরাবাস্তবে।

ভয় পেয়োনা,

ইলিউশান, ডিলিউসন কোনোটাই হয়নি আমার।

আমিই সুবিধেমত তোমার মুর্তি গড়েছি,

যার অহম নেই, গাম্ভীর্যের আস্তরণ নেই,

যে আমাকে বোঝে, রু বলে ডাকে কারণে অকারণে!

ভালো করেছি না বলো!

মনে দর্পিত ছবি স্ব শরীরের চেয়ে মুগ্ধতা নিয়ে দেখি।

সময় অসময় নেই।

এখানে আমার রাজত্ব, প্রেমের মন্ত্রীত্ব,

ভালোবাসার সিংহাসন! কি নেই?

আমি কি পরম নিশ্চিন্ত মনে ঘুমাতে পারি,

তুমি শুধু আমার।

বুকের এই খাঁচা ছেড়ে কোথাও যাবার নেই আর।

আমি কিন্তু আর রাগ করিনা,

তুমি খুশিতো!

মির্জা গালিবের কবিতা পড়ে পেলাম

এই অপার্থিব ডাক, এখানেই স্বর্গ সুখ!

 

২৬২জন ২৩৩জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ