
প্রিয় সেকুল 🌹
মাঘ খুব রুপবতী হয়ে উঠেছে । উষ্ণতার যৌবনে ভাসছে গ্রাম, গঞ্জ, শহর, উপশহর, নগর । কনকনে শীত প্রবাহে থরথরে কাঁপছে জনজীবন । মাঘের এই বৈরি রুপ যতই বৃদ্ধি পায়, আমার বিষণ্ণতা বাড়ে আরো শত গুনে ।
চারদিকে গোধূলির সাঝ সাঝ, । বাতাসে আদ্রতা বেড়েছে। উত্তরের আকাশে মেঘগুলো স্থির দাঁড়িয়ে আছে । আগমনি বৃষ্টির উষ্ণ গন্ধ ভেসে বেড়াচ্ছে । দূরে দূরে কোথাও রবীন্দ্র সঙ্গীত শোনা যাচ্ছে ” ভালবেসে সখি নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের ওমন্দিরে “। ক্রমেই ভাবাবেগ বেড়ে যায় । একাকীত্বের প্রহরে, বা বিষণ্ণ লগনে আজ কাল তোমাকেই ভাবিতে থাকি বেশি। হয়তো মনের মন্দিরে তোমার নামটি লিখে রেখেছি নিজের অগোচরে । জীবনের কতো মোড়ে যে তুমি আমার সাথে মিশে আছো, সে কথা কখনো জানবে ও না । রান্না ঘরে তোমার উপস্থিতি পাই, ভেজা চুল শুকাতে তোমাকে অনুভব করি , অলস বিকেলে চায়ে কাপে চুমুতে তোমাকে স্পর্শ করে মন । রাতের নিস্তব্দতায় শুনি তোমার ভরাট কন্ঠের ধ্বনি। প্রভাতের সুর্য্যের আলোর মতো ছুঁয়ে যায় তোমার স্মৃতির দ্যুতি । আমার মন জাগে, প্রাণে সুর পায়, বিরহের অনলে পুড়ি, দেহে শক্তি সঞ্চয় হয়, স্বপ্নে বিভোর হই, না পাওয়ার বিষণ্ণতায় ক্লান্ত হই , মনের অগোচরে তোমার অপস্থিতি রচনা করি। এভাবেই আমার দিন লিপিতে কেটে যাচ্ছে দিবস রজনী ।
আজও রাত নিশিতে কেঁদে বেড়াই তোমার কবিতার পঙতি মনে করে । আমাকে উৎসর্গ করে তুমি লিখে ছিলে
” কতোটা নিবেদিত হলে
তুমি আমার হবে
জানতে ইচ্ছে করে ” ।
আজ আমার জানতে ইচ্ছে করে, কতোটা ভালবাসলে আমি তোমার হতাম ।
আমি তোমার কবিতার নবীণা হতে চাইনি কখনো, আমি শুধু তোমার হতে চেয়েছি । নিয়তির নির্মম পরিহাস, তোমার হতে না পেরে আমি তোমার কবিতার উপমা হয়ে রইলাম ।
জানি না, কোন বিষণ্ণতায়, কোন প্রাপ্তি অনাপ্রাপ্তিতে জড়িয়ে আছো তুমি । কতোটা একাকীত্ব তোমাকে আবদ্ধ করে রেখেছে প্রতিটি মুহুর্ত, তাও জানা নেই । কোন সুরের মূর্ছনায় তুমি ছুটে বেড়াও, তার খবর ও জানি না ।
যেখানেই থাকো, যেভাবেই থাকো, ভাল থেকো অহর্নিশি ।
এই কামনায়
আজ আর নয়
নিবেদনে
তোমার ই নবীণা
রচনা কাল ঃ ২২/০১/২০২২
ঢাকা
৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির শীত উষ্ণতা ছুঁয়ে গেলো কবি দা
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
হালিমা আক্তার
মাঘের সন্ধায় বৃষ্টি ভেজা হলো শহর। মনে হয় শীতের প্রকোপ বেড়ে যাবে। একাকিত্ব কাছে আসবে। সেই একাকিত্বের মাঝে জড়িয়ে থাকবে প্রিয়া। মাঘের সন্ন্যাসী বিদায় নিবে। বসন্তের ছোঁয়ায় উষ্ণতা দোলা লাগুক প্রাণে।
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন আপু,
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা
কামরুল ইসলাম
সুন্দর লিখেছেন আপু,
ধন্যবাদ ও
অনেক শুভ কামনা