
তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা,
অবাক হবার তো কিছু নেই….
ওটা তোমারি সাজানো অভিনয়ে ছোট্ট কবিতা?
সবি বাস্তব, একটা লাইন ও যায় নি বাদ
সারা জীবন জুড়ে আছে তোমার শূন্যতা!
তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা!
যাওয়া হয় কি সেই পথে…
নাকি সে পথও ভুলে গেছ,
স্মৃতি মাখা পিরিতের কথা!
যাওয়া হয় কী তোমার পাড়ার পাঠশালাতে,
জানি হয়না ছুটদের মতো লুকোচুরি খেলা,
তুমি তো খুবি ব্যস্ত, তবু বলছি কী
স্মৃতি মাখা পিরিতের কথা।
তোমার মন ভরেছ কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা!
সেদিন গিয়েছিলাম,যেখানে স্বপ্ন দেখেছিলাম
তোমাকে নিয়ে সাজাতে সুখের সংসার,
তবু হলনা,নিয়েছি চিরতরে বিদায়…
কাল পরশু খবরও পেয়ে যাবে তুমি,
তুমি এসো মিনতি করি তোমায়?
তোমার ইচ্ছের শেষ কবিতা…
আমার মৃত্যু সজ্জায়।
তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা।
২৪টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
“তোমার মন ভরেছে কী প্রিয় প্রণতি
শুনে নিস্তরঙ্গ জীবনের কথা,
অবাক হবার তো কিছু নেই….
ওটা তোমারি সাজানো অভিনয়ে ছোট্ট কবিতা? “
প্রণতি,
তোমার মান কি ভেঙেছে
দাদার কবিতায় ?
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
মান ভাঙ্গানি দাদা, আনন্দে সংসার করছে
অন্য কোন ঠিকানায়।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, ভালো থাকুন সব সময় ।
শুভ কামনা জানাবেন।
সাবিনা ইয়াসমিন
আপনি কি ছবি দেখে কবিতা লেখেন নাকি লিখে তারপর ছবি সংগ্রহ করেন?
এসব ছবি দিয়ে পোস্ট দিলে লেখার মান কমে যায় দাদা। ব্লগ মুলত লেখা প্রকাশের জন্যে। এখানে ফিচার ছবি গুরুত্ব পায় যদি লেখার সাথে মিলিয়ে দেয়া যায়। এধরণের ছবি ফেবুতেও অনেক সময় প্রযোজ্য নয়।
আশা করছি আপনি আগামী পোস্ট থেকে এদিকে খেয়াল রাখবেন।
কবিতা ভালো লাগলো।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, অবশ্যই আপনার মান রাখবো,আমি ছবি চেঞ্জ করে দি, আর আগামী পোষ্টে এমন ছবি দেবো না,
ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময় শুভ কামনা।
জিসান শা ইকরাম
আর্ট করা ছবি দিন। সেটাই ভালোই হবে দেখতে।
সঞ্জয় মালাকার
ঠিক আছে ভাইজান,
সুরাইয়া পারভীন
সেদিন গিয়েছিলাম,যেখানে স্বপ্ন দেখেছিলাম
তোমাকে নিয়ে সাজাতে সুখের সংসার,
তবু হলনা,নিয়েছি চিরতরে বিদায়…
এমন করেই কতো যে স্বপ্ন অঙ্কুরিত হবার আগেই ঝরে যায় চিরতরে। চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
মিথ্যে স্বপ্ন দেখেছিলাম , দিদি শূন্যতা শুধুই আমি পেলাম,
সে থাকুক স্বপ্ন জুড়ে স্মৃতির পাতায়।
অজস্র ধন্যবাদ দিদি, ভালো থাকুন সব সময়।
শুভ কামনা জানাবেন।
সুরাইয়া পারভীন
যা চাই তার বদলে কেনো যে শুধু শূণ্যতা পাই!
ভালো থাকবেন দাদা
সঞ্জয় মালাকার
অনেক বেশী ভালোবেসে পেলি তাই- শুধু শূন্যতা পেয়ে থাকি।
ধন্যবাদ দিদি আপনব ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
যারা অভিনয় করে তারা কষ্ট পায়না, তাদের মন সর্বদা ভরেই থাকে অন্যকে শূন্য করেও। ভালো লেগেছে দাদা। শুভ কামনা
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দিদি, তবে তাদের মন ভরেই থাকুক শূন্যতা দিয়ে,
অসংখ্য ধন্যবাদ দিদি ভালো থাকুন সব সময়।
নাজমুল হুদা
চিন্তা শক্তি সবসময় সুন্দর।
জয় হোক শুভ চিন্তার।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দাদা, চিন্তা এখন দুচিন্তা হয়েছে।
নিতাই বাবু
প্রেমের টানে মনের টানে একসময় সবই হয়। স্বার্থের সুখ ফুরিয়ে গেলে আবার ভুলতে থাকে সব পুরোনো স্মৃতি!
ভালো লেগেছে কিন্তু!
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেনদা, স্বার্থের সুখ ফুরিয়ে গেলে আবার ভুলতে থাকে সব পুরোনো স্মৃতি।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, মন্তব্যে একরাশ শুভেচ্ছা , শুভ কামনা দাদা 🌹🌹
এস.জেড বাবু
অসাধারণ সাহিত্যকর্ম
অভূতপূর্ব সঞ্জয় দা
সঞ্জয় মালাকার
কৃতজ্ঞতা দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন সব সময় শুভ কামনা। ইদানিং আপনার লেখে খুব কম দেখছি দাদা।
আরজু মুক্তা
অভিমান না ভুল পথ?
ভালো লাগলো।
সঞ্জয় মালাকার
দুটোই দিদি,
ধন্যবাদ শ্রদ্ধে দিদি, ভালো লাগা অফুরন্ত, ভালো থাকুন সব সময়।
জিসান শা ইকরাম
অনেক ভালো হয়েছে দাদা,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ভাইজানা আপনার ভালো লাগাতে আমি বেশী আনন্দিতহই।
ধন্যবাদ শ্রদ্ধে ভাইজান, আপনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা কামনা 🌹🌹
ফয়জুল মহী
নান্দনিক লিখনশৈলি
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সব সময়,
শুভ সকাল জানাবেন।