প্রিয়তম……..
আজ তোমার মন খারাপ বলে
আমার উঠোনে জোৎস্না ঝরেনি,
বিরোহী এক সন্ধ্যা কেটেছে
অনাহুত ব্যাথার রক্ত ক্ষরনে।
শুধু…………..
আজ তোমার মন খারাপ বলে
আমার আকাশে জমছে শ্রাবনি মেঘ,
ধুসর নয়ন যুগলে ঝরছে
অবারিত কষ্টের স্রোত-ধারা।
তুমি কি জানো…?
আজ তোমার মন খারাপ বলে
সন্ধ্যা পাখিরা সুখের কথন ছেড়ে
বিরোহের সুরে তুলেছে বেদনার ঝড়,
আমার হৃদয় কেঁদেছে দুখের আর্তনাদে।
তাই…………
অবাক ভালবাসায় জড়িয়ে নিয়েছি
আমি তোমায়, নিরবে বালুকাবেলায়।
সব দু:খ, ক্লান্তি দান করো আমায়
সুখের পরশ নিয়ে করো তুমি সমুদ্র-স্নান।
সমাপ্তিতে……….
সখী আর মন খারাপ থেকোনা।
না হলে মূত্যু করবে আমায় “আলিঙ্গন”।।
শুধুই কবিতা। কেন লিখলাম? কাকে লিখলাম? কি ভেবে লিখলাম? মস্তিষ্কে দেখি প্রশ্নবোধক চিহ্ন ছাড়া কিছুই নাই!! মাথাটা ইদানিং কেন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, মগজের সিরোটনিন ক্যামিকেলের উৎপাদন কমে গেছে মনে হয়, আর নতুন ক্যামিকেল উৎপন্ন না হওয়ায়, পুরুনো ক্যামিকেল দূষিত হয়ে গেছে বেশি, এতে সব এলোমেলো লাগছে। সময় মনে হয় ফুরিয়ে আসছে, কিন্তু কত কাজ বাকি!!
২৫টি মন্তব্য
রিমি রুম্মান
সুর দিলে দারুন এক রোমান্টিক গান হয়ে যায়। আমি অবশ্য মনে মনে সুর দিয়েছি। গুনগুনিয়ে গাইছি। 😀
সীমান্ত উন্মাদ
হা হা। উন্মাদের আবার রোমান্টিকতা আপু!! তবে মনে মনে যে সুর দিয়েছেন সেটা রেকর্ড করে দিয়ে দিন, শুনি।
আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রেখে গেলাম। 😀
শুন্য শুন্যালয়
আমিও এটাকে গানের মতো করে পড়লাম। প্রিয়তমের মন খারাপ হলে এরকম সবকিছু বিষাদে ভরে গেলে ক্যম্নে চলবে। কাতুকুতু দিয়ে হাসাও।
দারুন হইছে। মাথা এমন এলোমেলো থাকুক কিছুদিন, এর মধ্যে যা কিছু লেখার লিখে নাও। সবাই স্বার্থপর আমি হইমু না কেনো?
সীমান্ত উন্মাদ
গানের মত করে পড়লা না গাইলা। প্রিয়তমা যেহেতু চলে গেছে দূরে বহুদূরে তখন মন খারাপ তো হবেই, মনখারাপের মেঘ আনাগোনা করবেই জীবনে, হোক সেটা উন্মাদের জীবন বন্ধু।
পুরা দুনিয়াটাই যেখানে স্বার্থপর সেখানে তুমিও কেন হবা না ঠিকই তো।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর। ভালো থেকো বেলা অবেলার গল্প গানে কাব্যে।
জিসান শা ইকরাম
ওরে ভালো বাসা রে !!
সীমান্ত উন্মাদ
জি মামা ভালো বাসাঃ তিনটা বেডরুম তিনটা বারান্দা, তিনটা বাথরুম এর সমন্বয়েই হয়। :p
আর এইগুলার জন্য লাগে অঢেল টাকা, আর তাইতো মাঝে মাঝে উন্মাদ বলেঃ টাকাই শুধু কেড়ে নিল ভালবাসার ভাষা।
অনেক অনেক শুভকামনা জানিবেন মামা।
মোঃ মজিবর রহমান
সব সুখ যখন প্রিয়তমার
নিজের রইল কস্ট
ভাল মনের জমানো ব্যাথায় লিখলেন কবিতা।
সীমান্ত উন্মাদ
তাই তো আজঃ সুখেরও আছে ব্যাথা, ব্যাথারও আছে সুখ, ভুলেছি ব্যাথা রং শুন্যবুক।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর ভাই।
অনিকেত নন্দিনী
আহা! কী কঠিন প্রেম।
এ প্রেম অমলিন হোক। দুজন দুজনার আলিঙ্গনেই থাকুক, মৃত্যু দূরে গিয়া মরুক। :p
সীমান্ত উন্মাদ
তার চলে যাওয়ার মুহূর্ত কেটে গেছে বহুকাল আগেই, এখন জীবনের এই সায়াহ্নে আলিঙ্গন আর সম্ভব না, অমলিনতো বহু পরের কথা।
তাই এখন চলছেঃ মাটি ও অপেক্ষার।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর।
নীলাঞ্জনা নীলা
গান হয়ে যাক। গিটার কে বাজাতে পারে? (y)
সীমান্ত উন্মাদ
জী আপু ভাল কথা বলছেন, গান হয়ে যাক, আর জাতির কাছে প্রশ্ন গীটার কে বাজাতে পারে? জীবনে অন্তত বলতে পারবো আমার লিখা নিয়ে কেউ গান করছে। ভাই আপুরা কে আছেন গীটার বাজাতে পারেন। আওয়াজ দেন।
আর আপু আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা।
প্রজন্ম ৭১
অনেকেই বলছেন গান এর মত লাগছে।গেয়ে শুনান আমাদের।
সীমান্ত উন্মাদ
যারা যারা বলছেন তাদের শুনাইতে হবে। আমিতো গাইতে পারিনা। 🙁
তাই তাদের কাছে অনুরোধ তারা আমাদের শুনাক পিলিজ।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
খেয়ালী মেয়ে
দারুন কবিতা (y)
সত্যি কি কারো মন খারাপে অনেককিছু রঙ বদলায়?
সীমান্ত উন্মাদ
হা খেয়ালী মেয়ে যদি ভালবাসাটা হয় মেকিহীন, সত্য সুখের আশার বাঁধনের।
সীমান্ত উন্মাদ
আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
খেয়ালী মেয়ে
(y)
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ছুটি শেষে হেভি ওয়েটের পোষ্ট দেখে দিশেহারা প্রথমে কাকে মন্তব্য করব।বেছে নিলাম উন্মাদকেই।ঈদ মোবারক কবিতাটি চমৎকার বেশ যত্ন নিয়েই লিখেছেন। -{@
সীমান্ত উন্মাদ
ভাই বলেন কি সোনেলায় ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতা শুরু হইছে নাকি? হেভি ওয়েটের পোষ্ট কইলেন। কবে থেক শুরু হবে ভাই। আমি দেখমু, টিকেটের দাম কত। আমার মারামারি দেখতে ভিষন ভালোলাগে। বলেন ভাই টিকিট কই পামু।
আপনাকে ঈদ মোবারাক, রোজার ঈদের জন্য বাসি টা আর কোরবানির জন্য অগ্রীমটা। আর শুভকামনা জানিবেন নিরন্তর।
অরণ্য
সামনে নিশ্চিত কিছু ছিল আপনার অবচেতন মনে। ছিল না, আছে এবং বেশি শক্ত তার অবস্থান।
নাহ্, সময় এখনও অনেক বাকি। 🙂
লেখাটিতে অনবদ্য একটা তরঙ্গ আছে। (y) যে কাউকেই দোলাবে।
সীমান্ত উন্মাদ
এমন সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর আপনার জন্য।
কিছু কিছু ভাবনা মনে হয়ত শক্ত অবস্থানেই থাকে। আবার হয়ত না। কিন্তু জীবনের টান বলছে সময় যে বেশি নেই।
অরুনি মায়া
সময় ফুরালে তো চলবেনা। প্রিয়তমার মন ভাল করার গান তাহলে গাইবে কে????
সীমান্ত উন্মাদ
গানযে আমি গাইতে পারিনা। তবুও হেঁড়ে গলায় হৃদ পোকা নামে একটা লিখায়, সাহস করে গেয়ে সোনেলায় দিয়েছিলাম। এই গানটাও করবো আবার ভাবছিলাম, কিন্তু ডাক্তারের নিষেধের কারনে করা হয় নি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিবেন নিরন্তর।
তানজির খান
প্রিয়তম, কেন লিখলাম এ কবিতা
তার উত্তর মহাকাল দিবে।
আমি শুধু জানতে চাই তোমাকে।
তোমাকে জানলেই আমাকে জানা হয়।
নিজেকে যে দিন খুজে পাব সেদিন না হয় তোমাকেও খুজে নিব।
ধূর ছাই কেন কমেন্ট করলাম, কাকে করলাম জানিনা।
কবি, কবিতা দারুণ হয়েছে।