
প্রিয় শুভ্রনীল,
আশ্বিনের এই শেষ বিকেলে খুব করে মনে পড়ছে তোমায়।মনে পড়ছে তোমার সাথে কাটানো প্রত্যেকটি বিকেলের কথা।অনেক দূরে থেকেও আমরা থেকেছি একে অপরের খুব কাছে।স্পর্শে বাইরে থেকেও থেকেছি একে অপরের শরীরে লেপ্টে।থেকেছি নিঃশ্বাসের খুব কাছে। অনুভবে তোমার নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে মিলে মিশে-আমাদের শিহরিত করেছে প্রতিদিন।
২৪৩ কিমি দূরত্ব যেনো দমে রাখতে পারেনি-আমাদের ছুঁয়ে থাকার অনুভূতিকে।
হঠাৎই তুমি না বলে কয়ে অন্তর্ধান হয়ে গেলে। একবারও মনে হয়নি তোমার অনুপস্থিতিতে কতোটা শূন্য হয়ে যেতে পারি আমি? কতোটা ফ্যাকাসে হয়ে যেতে পারে তোমাকে নিয়ে সাজানো আমার পৃথিবী?যেনো হঠাৎ এই দূরত্বটা খুব প্রয়োজন ছিলো!
দূরে থেকে যদি ভালো থাকা যায়
তবে তাই থেকো প্রিয়।
ভালোবাসার বাহনায় চাইবো না-
কখনো কাছে আসো।
ষোলো বছরের বালিকা নই আমি,
প্রিয়তমের শূন্যতায় তাই-
অস্থিরতা মানায় না আমার।
মানায় না অভিমানে গাল ফুলিয়ে থাকা।
তবুও কি অবুঝ মন মানতে পারে প্রিয়তমের শূন্যতা?
মানতে পারে হঠাৎ মিলিয়ে যাওয়া?
যাই হোক অনেক কথা লিখে ফেললাম।জানি আমি তোমায় লেখার মতো যোগ্য শব্দগুচ্ছ নেই আমার অভিধানে। তবুও কিছু বিক্ষিপ্ত এলোমেলো শব্দ সাজিয়ে লেখার চেষ্টা করেছি। এই লেখা তোমার দৃষ্টি আকর্ষণ করবে কি-না জানি না। জানি না তোমার আমার জন্য অস্থিরতা বাড়বে কি-না,খারাপ লাগবে কি না।
ইতি,
তোমার রোদ্দুর
২০টি মন্তব্য
তৌহিদ
কিছু ভালোবাসা দূর থেকেই পরিণতি পায়। আবেগময় এমন চিঠি পড়ে তিনি সাড়া দেবেন নিশ্চয়। দারুণ একখানা চিঠি পড়লাম আপু।
ভালো লিখেছেন।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন
এস.জেড বাবু
ষোলো বছরের বালিকা নই আমি,
প্রিয়তমের শূন্যতায় তাই-
অস্থিরতা মানায় না আমার।
মানায় না অভিমানে গাল ফুলিয়ে থাকা।
কি চমৎকার নিজেকে বুঝিয়ে শান্তনায় জড়িয়ে রাখা।
আবার-
তবুও কি অবুঝ মন মানতে পারে প্রিয়তমের শূন্যতা?
মানতে পারে হঠাৎ মিলিয়ে যাওয়া?
কি চমৎকার অকুতি ভেসে উঠে লিখায়।
অসাধারণ চিঠি- যার দৃষ্টি আকর্ষিত না হবে, সে হেরে যাবে।
শুভেচ্ছা আপু
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
সুরাইয়া পারভিন
মা মাটি মানুষ মিলন মেলায় আসছেন আপনি?
এস.জেড বাবু
না আপু-
ঐ সময়টাতে স্থানীয় ব্যাবসা প্রতিষ্ঠানে আমাদের ডিলারদের বাৎসরিক ক্লোজিং নিয়ে কাজ চলবে।
আর ২৫নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আসছে বছরের নতুন প্লান নিয়ে মাঠপর্যায়ে কাজ করবো। সেরা বিক্রতাদের গিফট দেয়া, ওদের প্রতিষ্ঠান ভিজিট করা হবে।
এটা প্রতি বছর নভেম্বরের শেষ সপ্তাহে হয়।
নইলে অবশ্যই আসতাম।
হালিম নজরুল
“হঠাৎই তুমি না বলে কয়ে অন্তর্ধান হয়ে গেলে। একবারও মনে হয়নি তোমার অনুপস্থিতিতে কতোটা শূন্য হয়ে যেতে পারি আমি? কতোটা ফ্যাকাসে হয়ে যেতে পারে তোমাকে নিয়ে সাজানো আমার পৃথিবী?যেনো হঠাৎ এই দূরত্বটা খুব প্রয়োজন ছিলো!”
———–ভাল লাগলো।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জিসান শা ইকরাম
কিছু শূন্যতা পুরন হয়না কখনোই,
যদিও আমরা কাউকে তা বুঝতে দেই না।
চিঠির আবেগ স্পর্ষ করে গেল অন্তর।
শুভ কামনা।
সুরাইয়া পারভিন
কিছু অপূর্ণতা শব্দের সংযোগে পূর্ণ করেছি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ছাইরাছ হেলাল
ষোলোতে কোন প্রেম হবে না তাই কি বলতে চাইলেন!
আহা প্রেম! শুধুই বুড়াদের/বুড়িদের জন্য!
বেশ আবেগঘন ভাষা চিঠিতে।
সুরাইয়া পারভিন
আর একবার পড়ুন ভাইয়া
প্রেম ষোলোতেই যথার্থ
প্রেমিকের জন্য অস্থিরতা
২৬ বছরের রমণীর নয়
১৬ বছরের কিশোরীরই মানায়
অনন্য অর্ণব
আপনার শুভ্রনীল কে পৌঁছে দেবো। আশা করছি তিনি এর জবাব দেবেন। বাকীটা সময় বলতে পারবে। ধন্যবাদ।
সুরাইয়া পারভিন
তবে তো ভালোই হয়
বিনে খরচে একটি পণ্যবাহী পাওয়া যায়😜
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুরাইয়া পারভিন
পত্রবাহক লিখেছি হয়েছে পণ্যবাহী
চাটিগাঁ থেকে বাহার
এই চিঠি শুভ্রনীলের হৃদয় স্পর্শ করুক।
এই কামনা করি।
সুরাইয়া পারভিন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কামাল উদ্দিন
নিদৃষ্ট ভাবে ২৪৩ কিমি দূরত্ব, আসলে কার অবস্থান কোথায় ছিলো?
সুরাইয়া পারভিন
দু’জন দু’জনার থেকে ২৪৩ কি মি দূরে
মনের দিক দিয়ে এক নিঃশ্বাস দূরেও নয়।
একে অন্যের কাছেই সাথেই আছে
কামাল উদ্দিন
হুমম